Ajker Patrika

রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই: হুইপ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ১১
রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই: হুইপ

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘রাষ্ট্রধর্ম বা বিসমিল্লাহ পরিবর্তনের কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই।’ আজ শুক্রবার জয়পুরহাট সদর উপজেলার কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার পাঁচতলাবিশিষ্ট আধুনিক ছাত্রাবাস নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, ‘আজকে বাংলাদেশকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে। মুসলমান ঘরের ছেলে নাফরমান ইকবাল গোপনে মণ্ডপে কোরআন শরিফ কেন রাখল? কারণ, বাংলাদেশ এখন ভালো আছে, এটা একশ্রেণির মানুষের সহ্য হচ্ছে না।’ 

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি আরও বলেন, ‘আমি মনে করি, অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করাও সুন্নত। এটি আমাদের শিখিয়েছেন হজরত মুহাম্মদ (স.)।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মাসুম আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকার, বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সামছুল আলম, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত