Ajker Patrika

রাজশাহীতে মাদক সেবন করায় ৫ জনের কারাদণ্ড

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় মাদক সেবন করায় ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বিনাশ্রমে তাঁদের এই কারাদণ্ড দেন।

চোলাই মদ সেবন করায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বানিয়াপাড়া গ্রামের সাহাবুল আলীর ছেলে শুভ আলী, শামু আলীর ছেলে রতন আলী।

গাঁজা ও চোলাই মদ সেবন করায় পাঁচ দিন করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের হজরত আলীর ছেলে সাইফুল ইসলাম, উপজেলার গড়গড়ি ইউনিয়নের চকএনায়েত গ্রামের জমসেদ আলীর ছেলে বাবুল ইসলাম ও সরেরহাট গ্রামের সাহিনুল ইসলাম।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আলম বলেন, অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিজের অপরাধ স্বীকার করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত