Ajker Patrika

ঘুমন্ত অবস্থায় বাড়ী থেকে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ৪৯
ঘুমন্ত অবস্থায় বাড়ী থেকে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের নামে অপহরণ মামলা দায়ের করেছেন। তবে ঘটনার দুই দিন পরও পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করতে পারেনি। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পুঠিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। অন্যদিকে প্রধান অভিযুক্ত আবদুল্লাহ একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র। আবদুল্লাহ পুঠিয়ার রাজবাড়ী এলাকার কচি আহম্মদের ছেলে। 

ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বলেন, তাঁরা সনাতন ধর্মের আর আবদুল্লাহ মুসলিম। একই প্রতিষ্ঠানে পড়ার সুবাদে প্রতিনিয়ত তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত আবদুল্লাহ। গত বুধবার দিবাগত রাতে খাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে ঘরের বাইরে একটি গোঙানোর শব্দ শুনতে পান। দরজা খুলে দেখেন আব্দুলাসহ চার থেকে পাঁচ যুবক মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলছে। সে সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে দ্রুত গাড়ি নিয়ে চলে যায় আব্দুল্লাহরা। 

এ ঘটনায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মেয়েকে অপহরণের ঘটনায় মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত