Ajker Patrika

ভাঙ্গুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় বুলবুলি খাতুন (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। 

গৃহবধূ বুলবুলি জেলার ফরিদপুর উপজেলার হাংড়াগাড়ি গ্রামের কৃষক আকমল হোসেনের স্ত্রী। তাঁদের ঘরে তিন সন্তান রয়েছে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম। তিনি বলেন, ‘বুলবুলি কবিরাজি করতেন, এলাকার মানুষের ঝাড়-ফুঁক দিতেন। মাঝেমধ্যে তিনি বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। কীটনাশক জাতীয় কিছু খেয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আমাকে জানিয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

ওসি রাশিদুল ও স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরে মাঠের কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রী বুলবুলিকে ডাকতে থাকেন আকমল। কোনো সাড়া-শব্দ না পেয়ে শোয়ার ঘরের দিকে গেলে দরজা বন্ধ দেখতে পান তিনি। এ সময় অনেকক্ষণ ধরে তিনি দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বুলবুলি অসুস্থ অবস্থায় মেঝেতে পড়ে আছেন। উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত