নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে প্রায় তিন বছর আগে। এই সময়ের মধ্যে আংশিক নগর কমিটি পূর্ণাঙ্গ হয়েছে, কিন্তু থানা ও ওয়ার্ড কমিটিগুলো এখনো হয়নি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দিলেও কাজ হয়নি। ফলে রাজশাহী মহানগরের শীর্ষ তিন নেতাকে ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। এতে ইউনিট কমিটিগুলো করতে তাঁদের ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়েও ইউনিট কমিটি করা নিয়ে সংশয় রয়েছে।
কমিটি করতে না পারার কারণে আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া মহানগরের তিন নেতাকে সতর্কবার্তা দিয়েছেন। রাজশাহী নগর কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবি এই চিঠি পেয়েছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই চিঠি জানিয়ে তিন নেতাকে বলা হয়, ‘আপনাদের ইতিপূর্বে একাধিকবার নির্দেশনা দেওয়ার পরও অদ্যাবধি মহানগর যুবদলের আওতাধীন ইউনিট কমিটিসমূহ গঠন না করা সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মনে করে।’
এটি চূড়ান্ত সতর্কবার্তা, চিঠিতে তা উল্লেখ করে ইউনিট কমিটি করতে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয় রাজশাহীর এ তিন নেতাকে। চিঠিতে বলা হয়, ‘আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানা ও ৩৭টি ওয়ার্ড কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আপনাদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন। এর ব্যত্যয় হলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে নগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, ‘আমরা শুধু মহানগরের আংশিক কমিটিটা পূর্ণাঙ্গ করেছি। থানা ও ওয়ার্ড কমিটিগুলো করা যায়নি। আমরা কেন্দ্রের সতর্কবার্তা পেয়েছি। নির্দেশনা অনুযায়ী দ্রুতই কাজ শুরু হয়ে যাবে।’
তবে ১৫ দিনের মধ্যে সব কমিটি করা সম্ভব হবে না জানিয়ে রবি বলেন, ‘বিএনপিও ওয়ার্ডে ও থানায় সম্মেলন করছে। ফলে শিডিউল নিয়ে সমস্যা হবে। একটু সময়ও প্রয়োজন। কারণ, যাচাই-বাছাই করতে হবে। হুট করে তো হবে না। তা না হলে কমিটিতে আওয়ামী লীগ ও এর দোসর ঢুকে যাবে। ১৫ দিনের মধ্যে হয়তো সব কমিটি করা সম্ভব হবে না।’
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে প্রায় তিন বছর আগে। এই সময়ের মধ্যে আংশিক নগর কমিটি পূর্ণাঙ্গ হয়েছে, কিন্তু থানা ও ওয়ার্ড কমিটিগুলো এখনো হয়নি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দিলেও কাজ হয়নি। ফলে রাজশাহী মহানগরের শীর্ষ তিন নেতাকে ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। এতে ইউনিট কমিটিগুলো করতে তাঁদের ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়েও ইউনিট কমিটি করা নিয়ে সংশয় রয়েছে।
কমিটি করতে না পারার কারণে আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া মহানগরের তিন নেতাকে সতর্কবার্তা দিয়েছেন। রাজশাহী নগর কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবি এই চিঠি পেয়েছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই চিঠি জানিয়ে তিন নেতাকে বলা হয়, ‘আপনাদের ইতিপূর্বে একাধিকবার নির্দেশনা দেওয়ার পরও অদ্যাবধি মহানগর যুবদলের আওতাধীন ইউনিট কমিটিসমূহ গঠন না করা সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মনে করে।’
এটি চূড়ান্ত সতর্কবার্তা, চিঠিতে তা উল্লেখ করে ইউনিট কমিটি করতে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয় রাজশাহীর এ তিন নেতাকে। চিঠিতে বলা হয়, ‘আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানা ও ৩৭টি ওয়ার্ড কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আপনাদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন। এর ব্যত্যয় হলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে নগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, ‘আমরা শুধু মহানগরের আংশিক কমিটিটা পূর্ণাঙ্গ করেছি। থানা ও ওয়ার্ড কমিটিগুলো করা যায়নি। আমরা কেন্দ্রের সতর্কবার্তা পেয়েছি। নির্দেশনা অনুযায়ী দ্রুতই কাজ শুরু হয়ে যাবে।’
তবে ১৫ দিনের মধ্যে সব কমিটি করা সম্ভব হবে না জানিয়ে রবি বলেন, ‘বিএনপিও ওয়ার্ডে ও থানায় সম্মেলন করছে। ফলে শিডিউল নিয়ে সমস্যা হবে। একটু সময়ও প্রয়োজন। কারণ, যাচাই-বাছাই করতে হবে। হুট করে তো হবে না। তা না হলে কমিটিতে আওয়ামী লীগ ও এর দোসর ঢুকে যাবে। ১৫ দিনের মধ্যে হয়তো সব কমিটি করা সম্ভব হবে না।’
সিলেটের সাবেক এই মেয়র বলেন, ‘চিটাগাং সুন্দর করবা, উত্তরবঙ্গে ব্রিজ অইব আর সিলেটরে যা খুশি করবা, ইটা আর হতে দেওয়া যায় না। সিলেটের কথা আইলেই অর্থনৈতিক অবস্থা খারাপ, সিলেটের কথা আইলেই সরকারের কাছে টেকা নাই। তো হাজার হাজার কোটি টাকা খরচ কইরা এইসব ব্রিজ, কালভার্ট অন্যান্য অঞ্চলে হয় কীভাবে? চিটাগাং স্বর্গ
১০ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে তাঁদের আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১৪ মিনিট আগেঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা এবং যানজট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে নিজেই তীব্র যানজটের শিকার হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার সকালে তিনি প্রায় দুই ঘণ্টা ধরে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় যানজটে আটকা পড়ে ছিলেন। পরে গাড়ি থেকে নেমে হেঁটে এবং
১ ঘণ্টা আগেপাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আবু সাইদ চেয়ারম্যানসহ মোট ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এই চার্জশিট জমা দেন।
১ ঘণ্টা আগে