প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)
করোনার প্রভাবে সারা দেশের মতো রাজশাহীর পুঠিয়ায় দ্বিতীয়বারের মতো গৃহবন্দী হয়ে পড়েছেন হাজারো শ্রমজীবী মানুষ। আজ বৃহস্পতিবার কঠোর লকডাউনের আট দিন চলছে। তবে এখন পর্যন্ত খেটে খাওয়া শ্রমিকদের পাশে কোনো জনপ্রতিনিধি সহযোগিতার হাত বাড়াননি। ভুক্তভোগী শ্রমিকেরা বলছেন, জনপ্রতিনিধিরা ভোটের সময় তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমান এই অসময়ে তাঁদের সাহায্য–সহযোগিতা তো দূরের কথা, উল্টো বলছেন ৩৩৩ নম্বরে কল করতে।
রাজশাহী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটোল বলেন, ‘গেল বছরের লকডাউন থেকে শ্রমিকদের করুণ অবস্থা চলছে। এর মধ্যে ১ জুলাই থেকে আবারও দ্বিতীয়বারের মতো লকডাউন চলছে। তবে এবার ট্রাক শ্রমিকেরা কাজ করতে পারলেও বাস শ্রমিকেরা গৃহবন্দী অবস্থায় বসে আছেন। আমাদের শ্রমিক ইউনিয়নের তেমন কোনো আয় নেই। আমদের পক্ষে এত শ্রমিক পরিবারের তিন বেলা খাবারের জোগান দেওয় সম্ভব না। তবে খুবই অসহায় শ্রমিক পরিবারদের যতটুকু পারছি সহযোগিতা করছি।’
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন বলেন, `লকডাউনের কারণে নির্মাণসামগ্রীর সংকটে বেশির ভাগ কাজ বন্ধ। এতে অধিকাংশ শ্রমিক বেকার হয়ে আছেন।’
কাজল নামের কাপড়ের দোকানের এক কর্মচারী বলেন, ‘লকডাউনের কারণে আট দিন থেকে দোকান বন্ধ। এখন পরিবার নিয়ে খুব কষ্টে আছি। গতকাল দুজন জনপ্রতিনিধির কাছে কিছু খাদ্যসহায়তা চেয়েছিলাম। তাঁরা বলেছেন, ৩৩৩ নম্বরে ফোন করতে। ভোটের আগে পাশে থাকবেন বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন পাশে থাকা তো দূরের কথা, তাঁরা ঘরের বাইরেও আসেন না।’
আসলাম হোসেন নামের অপর এক শ্রমিক বলেন, ‘গত বছর লকডাউনেও জনপ্রতিনিধিরা পাশে দাঁড়াননি। এবার তো তাঁদের সাক্ষাৎই পাওয়া যাচ্ছে না। তবে গতবার সরকারের পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা খাদ্যসহায়তা দিয়েছে। কিন্তু এবার কাউকে সহযোগিতার হাত বাড়াতে দেখিনি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্ছু বলেন, ‘আমার নিজস্ব উদ্যোগে স্বল্প পরিসরে দুস্থদের মাঝে কিছু নগদ অর্থ ও খাদ্যসহায়তা দিয়ে আসছি। তবে ৩৩৩ নম্বরে ফোন দিলে সরকারিভাবেও খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের কারণে অনেকেই কর্মহীন আছেন। এর মধ্যে যাঁদের খাদ্য প্রয়োজন, তাঁরা জরুরি ৩৩৩ নম্বরে ফোন করুন। আমরা আপনার ঘরে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করব।’
করোনার প্রভাবে সারা দেশের মতো রাজশাহীর পুঠিয়ায় দ্বিতীয়বারের মতো গৃহবন্দী হয়ে পড়েছেন হাজারো শ্রমজীবী মানুষ। আজ বৃহস্পতিবার কঠোর লকডাউনের আট দিন চলছে। তবে এখন পর্যন্ত খেটে খাওয়া শ্রমিকদের পাশে কোনো জনপ্রতিনিধি সহযোগিতার হাত বাড়াননি। ভুক্তভোগী শ্রমিকেরা বলছেন, জনপ্রতিনিধিরা ভোটের সময় তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমান এই অসময়ে তাঁদের সাহায্য–সহযোগিতা তো দূরের কথা, উল্টো বলছেন ৩৩৩ নম্বরে কল করতে।
রাজশাহী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটোল বলেন, ‘গেল বছরের লকডাউন থেকে শ্রমিকদের করুণ অবস্থা চলছে। এর মধ্যে ১ জুলাই থেকে আবারও দ্বিতীয়বারের মতো লকডাউন চলছে। তবে এবার ট্রাক শ্রমিকেরা কাজ করতে পারলেও বাস শ্রমিকেরা গৃহবন্দী অবস্থায় বসে আছেন। আমাদের শ্রমিক ইউনিয়নের তেমন কোনো আয় নেই। আমদের পক্ষে এত শ্রমিক পরিবারের তিন বেলা খাবারের জোগান দেওয় সম্ভব না। তবে খুবই অসহায় শ্রমিক পরিবারদের যতটুকু পারছি সহযোগিতা করছি।’
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন বলেন, `লকডাউনের কারণে নির্মাণসামগ্রীর সংকটে বেশির ভাগ কাজ বন্ধ। এতে অধিকাংশ শ্রমিক বেকার হয়ে আছেন।’
কাজল নামের কাপড়ের দোকানের এক কর্মচারী বলেন, ‘লকডাউনের কারণে আট দিন থেকে দোকান বন্ধ। এখন পরিবার নিয়ে খুব কষ্টে আছি। গতকাল দুজন জনপ্রতিনিধির কাছে কিছু খাদ্যসহায়তা চেয়েছিলাম। তাঁরা বলেছেন, ৩৩৩ নম্বরে ফোন করতে। ভোটের আগে পাশে থাকবেন বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন পাশে থাকা তো দূরের কথা, তাঁরা ঘরের বাইরেও আসেন না।’
আসলাম হোসেন নামের অপর এক শ্রমিক বলেন, ‘গত বছর লকডাউনেও জনপ্রতিনিধিরা পাশে দাঁড়াননি। এবার তো তাঁদের সাক্ষাৎই পাওয়া যাচ্ছে না। তবে গতবার সরকারের পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা খাদ্যসহায়তা দিয়েছে। কিন্তু এবার কাউকে সহযোগিতার হাত বাড়াতে দেখিনি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্ছু বলেন, ‘আমার নিজস্ব উদ্যোগে স্বল্প পরিসরে দুস্থদের মাঝে কিছু নগদ অর্থ ও খাদ্যসহায়তা দিয়ে আসছি। তবে ৩৩৩ নম্বরে ফোন দিলে সরকারিভাবেও খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের কারণে অনেকেই কর্মহীন আছেন। এর মধ্যে যাঁদের খাদ্য প্রয়োজন, তাঁরা জরুরি ৩৩৩ নম্বরে ফোন করুন। আমরা আপনার ঘরে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করব।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৫ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে