Ajker Patrika

বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার, গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি
সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের সময় চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম সাখাওয়াত হোসেন (৪৫)। তিনি পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের বাসিন্দা।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

সারোয়ার পারভেজ জানান, শুক্রবার রাতে মহাসড়কে মুরাদপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী ‘হক স্পেশাল’ নামের বাসটি তল্লাশিকালে লকারে বিভিন্ন লাগেজের সঙ্গে রাখা এলপি গ্যাস সিলিন্ডারের নিচ কাটা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে সিলিন্ডার নামিয়ে তার ভেতরে চার কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় বাসের সুপারভাইজরের দেখানো মতে যাত্রী সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, গাঁজা পাচারের জন্য এই অভিনব কৌশল বেছে নেন।

পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ জানান, সাখাওয়াত হোসেনের নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত