Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২০
চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন বলেন, বেলা আড়াইটার দিকে নৌকার সমর্থকেরা ককটেল ফাটিয়ে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় তাঁর বাড়িতেও হামলার চেষ্টা করা হয়। তখন তাঁর সমর্থকেরা ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে কেউ আহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেননি তিনি। 

হামলার বিষয়ে জানতে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক বলেন, তাঁদের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে মাঝপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালান আপেল প্রতীকের সমর্থকেরা। এতে নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি আহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত