রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ডে ঢুকে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করতেন তাঁরা। পরে ডায়াগনস্টিক সেন্টারে ডেকে রোগীর স্বজনদের কাছ থেকে রিপোর্টের বিনিময়ে টাকা নিতেন। চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিলেন তাঁরা। কিন্তু সম্প্রতি রোগীর স্বজনেরা টাকা দিতে না চাইলে তাঁরা তাঁদের মারেন। আর এ সূত্রেই ধরে পড়েন দুই ভুয়া চিকিৎসক।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা-পুলিশ এ দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার বাসিন্দা সালমান শরিফ বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। জাহিদ নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন নওগাঁর আত্রাই উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। সোমবার রাত ১০টার দিকে আসামি সালমান শরিফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওয়ার্ডে ভর্তি সিরাজুল ইসলামসহ তিন রোগীর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন। হাসপাতালের চিকিৎসক ভেবেই রোগীরা রক্ত দেন। রক্ত সংগ্রহের পর সালমান শরিফ রোগীর ছেলে সুমন আলীকে ১ ঘণ্টা পর ‘রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি রোগ নির্ণয় কেন্দ্রে ডাকেন। সুমন আলী রাত ১১টায় রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে তাঁর বাবার রক্ত পরীক্ষার রিপোর্ট চাইতে গেলে আসামিরা ৪ হাজার টাকা চান।
তখন সুমন জানান, সরকারি চিকিৎসক ভেবে তাঁরা পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছেন। এত টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। তাই সুমন তাঁর বাবার কাগজ ফেরত চান। তখন আসামি সালমান ও জাহিদসহ অজ্ঞাত আরও দুজন তাঁকে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে আটক রেখে মারপিট করেন এবং তাঁর পকেটে থাকা ৪ হাজার ৫০ টাকা কেড়ে নেন। পরে সুমন আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা হয়।
ওসি জানান, মামলার পর মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে এ দুই ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি জানান, এই প্রতারকেরা অ্যাপ্রোন পরে হাসপাতালের ওয়ার্ডে গিয়ে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। প্রমাণের অভাবে তাঁদের ধরা যাচ্ছিল না। এবার ধরা সম্ভব হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ডে ঢুকে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করতেন তাঁরা। পরে ডায়াগনস্টিক সেন্টারে ডেকে রোগীর স্বজনদের কাছ থেকে রিপোর্টের বিনিময়ে টাকা নিতেন। চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিলেন তাঁরা। কিন্তু সম্প্রতি রোগীর স্বজনেরা টাকা দিতে না চাইলে তাঁরা তাঁদের মারেন। আর এ সূত্রেই ধরে পড়েন দুই ভুয়া চিকিৎসক।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা-পুলিশ এ দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার বাসিন্দা সালমান শরিফ বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। জাহিদ নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন নওগাঁর আত্রাই উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। সোমবার রাত ১০টার দিকে আসামি সালমান শরিফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওয়ার্ডে ভর্তি সিরাজুল ইসলামসহ তিন রোগীর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন। হাসপাতালের চিকিৎসক ভেবেই রোগীরা রক্ত দেন। রক্ত সংগ্রহের পর সালমান শরিফ রোগীর ছেলে সুমন আলীকে ১ ঘণ্টা পর ‘রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি রোগ নির্ণয় কেন্দ্রে ডাকেন। সুমন আলী রাত ১১টায় রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে তাঁর বাবার রক্ত পরীক্ষার রিপোর্ট চাইতে গেলে আসামিরা ৪ হাজার টাকা চান।
তখন সুমন জানান, সরকারি চিকিৎসক ভেবে তাঁরা পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছেন। এত টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। তাই সুমন তাঁর বাবার কাগজ ফেরত চান। তখন আসামি সালমান ও জাহিদসহ অজ্ঞাত আরও দুজন তাঁকে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে আটক রেখে মারপিট করেন এবং তাঁর পকেটে থাকা ৪ হাজার ৫০ টাকা কেড়ে নেন। পরে সুমন আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা হয়।
ওসি জানান, মামলার পর মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে এ দুই ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি জানান, এই প্রতারকেরা অ্যাপ্রোন পরে হাসপাতালের ওয়ার্ডে গিয়ে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। প্রমাণের অভাবে তাঁদের ধরা যাচ্ছিল না। এবার ধরা সম্ভব হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৭ ঘণ্টা আগে
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
৭ ঘণ্টা আগে