Ajker Patrika

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০৬
বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক 

বগুড়ার সান্তাহারে আরভিয়া খাতুন (৪০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৮টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরভিয়া মারা যান। ঘটনার পর স্বামী আব্দুর রশিদ পলাতক রয়েছেন। 

নিহত আরভিয়া আদমদীঘি উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার আব্দুর রশিদের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আলমাস আলী জানান, আরভিয়া খাতুন সান্তাহার চা বাগান এলাকায় ছেলেসন্তান নিয়ে আইয়ুব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাস করেন। তাঁর স্বামী আব্দুর রশিদ ঢাকায় শ্রমিকের কাজ করেন। তাঁর মেয়ে বুলবুলি ও জামাই খোকন সান্তাহারে বাস করেন। আব্দুর রশিদ তিন দিন আগে ঢাকা থেকে সান্তাহারে আসেন। গতকাল শুক্রবার সকালে পারিবারিক কলহ নিয়ে সান্তাহার রেলস্টেশনে আব্দুর রশিদ তাঁর মেয়ে জামাইয়ের সঙ্গে মারামারি করেন। বেলা সাড়ে ৩টার দিকে বাড়িতে গিয়ে আব্দুর রশিদ স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে তাঁকে বঁটি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে আরভিয়া খাতুন মারা যান। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পলাতক আব্দুর রশিদকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত