নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। বোর্ডের এই ফল সাত বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এবার তা কমে ৭৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। এর আগে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।
এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা সাত বছরের মধ্যে এবার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন ও ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। এবার ৭৩ দশমিক ৬৪ শতাংশ ছাত্র এবং ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে।
এবার রাজশাহী বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি স্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৯৯টি স্কুলের সবাই পাস করেছে। কেউ পাস করেনি এমন স্কুল এবার নেই। পরীক্ষা চলাকালে এবার সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল ২৬৯ কেন্দ্রে।
পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এটা প্রতি বছর ভ্যারি করছে। প্রতিবছরই ফলাফল বিভিন্ন রকম হয়। এটা হতেই পারে। কোন ব্যাচ একটু ভাল, কোনটা একটু খারাপ—এটা নিয়ে আমরা চিন্তা করছি না। সবাই মিলে আলোচনা করে দেখতে হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এটা হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। আবার সারা দেশেই তো পাসের হার কম। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটা এখনই আমরা ঠিক বলতে পারব না।’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। বোর্ডের এই ফল সাত বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এবার তা কমে ৭৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। এর আগে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।
এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা সাত বছরের মধ্যে এবার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন ও ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। এবার ৭৩ দশমিক ৬৪ শতাংশ ছাত্র এবং ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে।
এবার রাজশাহী বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি স্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৯৯টি স্কুলের সবাই পাস করেছে। কেউ পাস করেনি এমন স্কুল এবার নেই। পরীক্ষা চলাকালে এবার সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল ২৬৯ কেন্দ্রে।
পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এটা প্রতি বছর ভ্যারি করছে। প্রতিবছরই ফলাফল বিভিন্ন রকম হয়। এটা হতেই পারে। কোন ব্যাচ একটু ভাল, কোনটা একটু খারাপ—এটা নিয়ে আমরা চিন্তা করছি না। সবাই মিলে আলোচনা করে দেখতে হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এটা হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। আবার সারা দেশেই তো পাসের হার কম। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটা এখনই আমরা ঠিক বলতে পারব না।’
রাজধানীর বকশীবাজার পলাশী রোডের ফুটপাত থেকে অজ্ঞাত (০১ দিন) বয়সের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালের দিকে পলাশী রোডের বুয়েট আহসানউল্লাহ হলের দেয়াল সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
৭ মিনিট আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম (মাসুদ), তাঁর ছেলেমেয়ে, জামাতা, বেয়াইসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ৭৩২ কোটি টাকা পাওনা আদায়ে ইসলামী ব্যাংকের করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
৩৪ মিনিট আগেউজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমায় পৌঁছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
৩৬ মিনিট আগেঅভিযান প্রসঙ্গে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর উত্তরায় প্রচারণা ও প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাউন্টেইন কনজ্যুমার লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে