Ajker Patrika

ক্ষতিকর কসমেটিকস তৈরি ও বিক্রির অভিযোগে মাউন্টেইন কনজ্যুমার লিমিটেডকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষতিকর কসমেটিকস তৈরি ও বিক্রির অভিযোগে মাউন্টেইন কনজ্যুমার লিমিটেডকে জরিমানা

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলসহ বিভিন্ন কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে মাউন্টেইন কনজ্যুমার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

এতে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আল ইমরান। সংশ্লিষ্ট থানা-পুলিশ অভিযানকালে সহযোগিতা করে।

অভিযান সম্পর্কে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর উত্তরায় প্রচারণা ও প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাউন্টেইন কনজ্যুমার লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে।

প্রতিষ্ঠানটি অরগানিক হেয়ার অয়েল নামে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলসহ বিভিন্ন কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত