Ajker Patrika

বড়াইগ্রামে ছাত্র ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি 
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আজ বুধবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আজ বুধবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে ছাত্রকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম কালু (২৭) নামের এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আব্দুর রহিম বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পরে মাদ্রাসাশিক্ষক আব্দুর রহিম তাঁর এক ছাত্রকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে তাঁর বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ওই বছরের ২১ মে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, চার বছর ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত