Ajker Patrika

যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত, বেড়েছে ভাঙন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৪, ২০: ১৪
যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত, বেড়েছে ভাঙন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বেড়েছে। এতে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। 

পানি বাড়ার কারণে নতুন করে নদীর তীরবর্তী অঞ্চল তলিয়ে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। চরাঞ্চলের জমিতে এখন পাট ও তিল রয়েছে। 

এদিকে যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ করতোয়া, হুরাসাগর, বড়াল, ইছামতীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী অঞ্চলে ভাঙনের তীব্রতা বেড়েছে। জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ও খুকনি এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। আজ শনিবার সকাল থেকে জালালপুর গ্রামের তিনটি পয়েন্টে নদী ভাঙনে পরিত্যক্ত বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে। 

জালালপুর গ্রামের আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে নদী ভাঙছে। নদী আমার বাড়ির কোনায় চলে এসেছে। বাড়ির পাশে গাছপালা ছিল আজ নদীতে চলে গেল। এলাকার মানুষ আতঙ্কিত। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আমার বাড়িসহ আশপাশের বাড়িঘর কিছুই থাকব না।’ 

জালালপুর গ্রামে নদীভাঙনজালালপুর গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. লাইলী বেগম বলেন, ‘এবার বর্ষা শুরুর আগে থেকেই নদী ভাঙছে। যা এখনো অব্যাহত রয়েছে। এখানে গুচ্ছ গ্রাম ছিল গত দুই বছরে ভাঙতে ভাঙতে পুরো গুচ্ছ গ্রাম এখন যমুনা নদীর পেটে। নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে চলে এসেছে।’ 

জালালপুর গ্রামে নদীভাঙনসিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দু-এক দিন পানি বাড়বে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার সকাল ৬টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২০ সেন্টিমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত