নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে, দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।
আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কেন্দ্রঘোষিত বিজয় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় র্যালিটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি, বক্সি বিট, আন্দরকিল্লা মোড়, চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আমীর খসরু বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক অভিযাত্রা বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের রাজনীতির সুযোগ বিএনপিতে নেই। যারাই শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে। সফলভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমাদের বহু প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এই জায়গায় বিএনপির নেতৃত্বে দেশের জনগণকে নিয়ে সফলভাবে গণতন্ত্রের পথে চলতে শিখেছি।’
আমীর খসরু বলেন, ‘আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে।’
শেখ হাসিনার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, তাঁরা রাজনীতি করবেন, ভোটে যাবেন না। তাঁরা রাজনীতি করবেন, গণতন্ত্রে বিশ্বাস করবেন না। তাঁরা রাজনীতি করবেন তাঁদের মতো করে সমস্যা সমাধানের জন্য। জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছেন। দেশের মানুষকে বাইরে রেখে তিনি তাঁর মতো করে দেশ চালিয়েছেন।
বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরে আমীর খসরু বলেন, ‘আগামী দিনে আমরা এক কোটি মানুষের চাকরি ১৮ মাসের মধ্যে দেব ইনশা আল্লাহ, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনা মূল্যে দেব ইনশা আল্লাহ। আগামী দিনে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেটারও শপথ আমরা নিয়েছি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে, দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।
আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কেন্দ্রঘোষিত বিজয় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় র্যালিটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি, বক্সি বিট, আন্দরকিল্লা মোড়, চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আমীর খসরু বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক অভিযাত্রা বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের রাজনীতির সুযোগ বিএনপিতে নেই। যারাই শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে। সফলভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমাদের বহু প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এই জায়গায় বিএনপির নেতৃত্বে দেশের জনগণকে নিয়ে সফলভাবে গণতন্ত্রের পথে চলতে শিখেছি।’
আমীর খসরু বলেন, ‘আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে।’
শেখ হাসিনার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, তাঁরা রাজনীতি করবেন, ভোটে যাবেন না। তাঁরা রাজনীতি করবেন, গণতন্ত্রে বিশ্বাস করবেন না। তাঁরা রাজনীতি করবেন তাঁদের মতো করে সমস্যা সমাধানের জন্য। জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছেন। দেশের মানুষকে বাইরে রেখে তিনি তাঁর মতো করে দেশ চালিয়েছেন।
বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরে আমীর খসরু বলেন, ‘আগামী দিনে আমরা এক কোটি মানুষের চাকরি ১৮ মাসের মধ্যে দেব ইনশা আল্লাহ, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনা মূল্যে দেব ইনশা আল্লাহ। আগামী দিনে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেটারও শপথ আমরা নিয়েছি।’
মুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৩ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগেস্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে