চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সম্প্রতি সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন দুজন আওয়ামী লীগ নেতা। হত্যার পর শিবগঞ্জ অথবা জেলার কোনো আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ঘটনার ৯ দিন পর মানববন্ধন করে খুনিদের বিচার দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
আজ শনিবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল গেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এর আগে গত ২৭ জুন সন্ত্রাসীদের হাতে খুন হন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন। রাতের অন্ধকারে রাণীহাটি গুচ্ছ গ্রামের পাশে ফাঁকা মাঠে সন্ত্রাসীরা তাঁদের হাতবোমা মেরে গুলি ও কুপিয়ে হত্যা করে।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান অভিযোগ তুলে বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি আব্দুস সালামকে পূর্বের হত্যা মামলা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে বলেন। সেই আশ্বাস দেওয়া ব্যক্তিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানান তিনি।
এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় আরও খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রধান আসামি বিএনপি নেতা আশরাফ ও তাঁর বাহিনীর প্রতিটি সদস্যকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, মামলা তুলে নিতে আব্দুস সালামের বোনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদেরও তিনি আইনের আওতায় আনার দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা বলেন, ‘নয়ালাভাঙ্গা সন্ত্রাসের জনপদ হিসেবে সর্বমহলে পরিচিত। অথচ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিশেষ নজর নেই। প্রশাসনের সঠিক নজরদারি থাকলে একসঙ্গে দুজন আওয়ামী লীগ নেতাকে খুন হতে হতো না। এর আগেও সেখানে দিনদুপুরে আশরাফ বাহিনীর হাতে আওয়ামী লীগ নেতা–কর্মীরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। তাদের কোনো বিচার হয়নি। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে বিচার দাবি করছি। বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলীসহ সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও নিহত দুই পরিবারের সদস্যরা।
সালাম ও মতিন হত্যার পরদিন ২৮ জুন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফেরদৌসি বেগম। মামলায় বিএনপি নেতা আশরাফুল হককে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ ও শিবগঞ্জ থানা-পুলিশ প্রধান আসামি আশরাফের স্ত্রীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শুকুমল চন্দ্র দেবনাথ বলেন, মামলার পলাতক আসামিদের ধরতে নিরলস কাজ করছে জেলা পুলিশ। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারেও তৎপর রয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সম্প্রতি সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন দুজন আওয়ামী লীগ নেতা। হত্যার পর শিবগঞ্জ অথবা জেলার কোনো আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ঘটনার ৯ দিন পর মানববন্ধন করে খুনিদের বিচার দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
আজ শনিবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল গেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এর আগে গত ২৭ জুন সন্ত্রাসীদের হাতে খুন হন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন। রাতের অন্ধকারে রাণীহাটি গুচ্ছ গ্রামের পাশে ফাঁকা মাঠে সন্ত্রাসীরা তাঁদের হাতবোমা মেরে গুলি ও কুপিয়ে হত্যা করে।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান অভিযোগ তুলে বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি আব্দুস সালামকে পূর্বের হত্যা মামলা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে বলেন। সেই আশ্বাস দেওয়া ব্যক্তিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানান তিনি।
এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় আরও খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রধান আসামি বিএনপি নেতা আশরাফ ও তাঁর বাহিনীর প্রতিটি সদস্যকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, মামলা তুলে নিতে আব্দুস সালামের বোনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদেরও তিনি আইনের আওতায় আনার দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা বলেন, ‘নয়ালাভাঙ্গা সন্ত্রাসের জনপদ হিসেবে সর্বমহলে পরিচিত। অথচ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিশেষ নজর নেই। প্রশাসনের সঠিক নজরদারি থাকলে একসঙ্গে দুজন আওয়ামী লীগ নেতাকে খুন হতে হতো না। এর আগেও সেখানে দিনদুপুরে আশরাফ বাহিনীর হাতে আওয়ামী লীগ নেতা–কর্মীরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। তাদের কোনো বিচার হয়নি। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে বিচার দাবি করছি। বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলীসহ সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও নিহত দুই পরিবারের সদস্যরা।
সালাম ও মতিন হত্যার পরদিন ২৮ জুন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফেরদৌসি বেগম। মামলায় বিএনপি নেতা আশরাফুল হককে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ ও শিবগঞ্জ থানা-পুলিশ প্রধান আসামি আশরাফের স্ত্রীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শুকুমল চন্দ্র দেবনাথ বলেন, মামলার পলাতক আসামিদের ধরতে নিরলস কাজ করছে জেলা পুলিশ। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারেও তৎপর রয়েছে পুলিশ।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৬ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৩ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৮ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২২ মিনিট আগে