Ajker Patrika

গরু চোরাচালানে সেনাপ্রধান ও বিজিবি মহাপরিচালকের নামে প্রতারণা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে প্রতারণার অভিযোগে আটক দুজন। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে প্রতারণার অভিযোগে আটক দুজন। ছবি: আজকের পত্রিকা

সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।

অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।

লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত