নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।
অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন নোয়াখালীর কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিন (৭১) এবং নেত্রকোনার খাগড়া গ্রামের মেহেদী হাসান (৫৫)। পরে নগরের শালবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিকেলে ১ বিজিবির রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, নিজাম নিজেকে গরু ব্যবসায়ীদের কাছে সেনাবাহিনীর প্রধানের স্ত্রীর শিক্ষক হিসেবে পরিচয় দেন। অপর দিকে মেহেদী দাবি করেন, তিনি এমইএসের (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) ঠিকাদার। প্রতারকেরা গরু ব্যবসায়ীদের মিথ্যা আশ্বাস দিয়ে জানান, সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের মাধ্যমেই ভারত থেকে সীমান্ত পার করে গরু আনা যাবে এবং এ জন্য বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার বর্ডার খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন।
অভিযুক্ত দুজন ব্যবসায়ীদের বলেন, যাঁদের নির্বাচন করা হবে, তাঁরাই শুধু ভারত থেকে গরু আনতে পারবেন। এমনকি প্রতারকেরা দাবি করেন, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার গুলশান হোটেলে এসে চূড়ান্ত অনুমোদন দেবেন। পাশাপাশি ভারত থেকে প্রতি জোড়া গরু আনার জন্য ৩৫ হাজার টাকা করে দাবি করেন তাঁরা। আবার ১০ হাজার গরু পার করে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল বলেন, দুই ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি চেক বই, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩১ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে