নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর তানোরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সামিরুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার জুরানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
র্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সামিরুল ইসলাম সুদের কারবারি। জুরানপুর গ্রামেই তাঁর বাড়ি। ওই এলাকার ভটভটিচালক আরিফ হোসেনের আত্মহত্যার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ মার্চ রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন আরিফ। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করা হয়।
র্যাব জানায়, কয়েক মাস আগে ভটভটিচালক আরিফ ওই এলাকার বি এম আহম্মেদ নামের আরেক সুদ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু তিনি টাকা ফেরত দিতে পারছিলেন না। গত ৯ মার্চ বি এম আহম্মেদ ও সামিরুল ইসলামসহ কয়েক ব্যক্তি আরিফের কাছে টাকা চান। আরিফ টাকা পরিশোধে অক্ষমতা জানালে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। একপর্যায়ে আসামিরা আরিফের ভটভটি কেড়ে নিয়ে চলে যান এবং টাকা পরিশোধ করে তা ফেরত আনতে বলেন। এই শারীরিক ও মানসিক নির্যাতনের অপমান সহ্য করতে না পেরে পরদিন রাতে আরিফ তাঁর রান্নাঘরে কীটনাশক পান করেন। এর পরদিন তিনি হাসপাতালে মারা যান।
র্যাব আরও জানায়, এ ঘটনায় তানোর থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জুরানপুর এলাকা থেকে সামিরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর তানোরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সামিরুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার জুরানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
র্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সামিরুল ইসলাম সুদের কারবারি। জুরানপুর গ্রামেই তাঁর বাড়ি। ওই এলাকার ভটভটিচালক আরিফ হোসেনের আত্মহত্যার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ মার্চ রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন আরিফ। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করা হয়।
র্যাব জানায়, কয়েক মাস আগে ভটভটিচালক আরিফ ওই এলাকার বি এম আহম্মেদ নামের আরেক সুদ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু তিনি টাকা ফেরত দিতে পারছিলেন না। গত ৯ মার্চ বি এম আহম্মেদ ও সামিরুল ইসলামসহ কয়েক ব্যক্তি আরিফের কাছে টাকা চান। আরিফ টাকা পরিশোধে অক্ষমতা জানালে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। একপর্যায়ে আসামিরা আরিফের ভটভটি কেড়ে নিয়ে চলে যান এবং টাকা পরিশোধ করে তা ফেরত আনতে বলেন। এই শারীরিক ও মানসিক নির্যাতনের অপমান সহ্য করতে না পেরে পরদিন রাতে আরিফ তাঁর রান্নাঘরে কীটনাশক পান করেন। এর পরদিন তিনি হাসপাতালে মারা যান।
র্যাব আরও জানায়, এ ঘটনায় তানোর থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জুরানপুর এলাকা থেকে সামিরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় শিক্ষকের এলোপাতাড়ি বেত্রাঘাতে এক শিশুশিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাবা উজ্বল মণ্ডল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
৮ মিনিট আগেনেই প্রশাসনের অনুমোদন, নেই স্কুল কর্তৃপক্ষের সম্মতি—তবুও বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুলের মাঠে চলছে মেলার প্রস্তুতি। প্রাচীর ভেঙে মাঠ খুঁড়ে তৈরি হচ্ছে পাকা দোকানঘর ও অফিসকক্ষ। এতে খেলাধুলা ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে পড়েছে। ক্ষোভে ফুঁসছে স্থানীয় তরুণসমাজ।
৩৯ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তিতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে শাহরাস্তি থানা-পুলিশ জানিয়েছে।
১ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি কোনো নেতার অন্তরে সততার আলো থাকে, তাঁর বিরুদ্ধে হাজার অভিযোগ করেও সেফ এক্সিটের দরকার হয় না। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ, তিনি অন্তরের আলোতে আলোকিত।
১ ঘণ্টা আগে