রাজশাহী প্রতিনিধি
করোনা টিকা না নেওয়া আত্মহত্যার শামিল বলে জানিয়েছেন আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, রাজশাহীতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে রোগী। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য রয়েছে আলাদা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল আইসিইউতে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। যাদের কেউ করোনা টিকা গ্রহণ করেননি।
একজন রোগীর কথা তুলে ধরে আইসিইউর ইনচার্জ লিখেছেন, ‘মেয়ে ব্যাংকার, ছেলে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। অথচ পিতা কোভিড ভ্যাকসিন নেননি। সিটি করপোরেশনের অভিজাত আবাসিক এলাকায় বসবাস, রোগী নিজেও একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। অথচ ভ্যাকসিন নেওয়ার হিসাবটুকু করতে পারলেন না। জ্বর, কাশিতে বাসায় কাটল পাঁচ দিন, শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষার পর দেখা গেল ৮০-৯০ শতাংশ ফুসফুস আক্রান্ত। পরদিন করোনা টেস্টেও পজিটিভ। কোভিড আইসিইউতে ভর্তি হলেন এবং আইসিইউ ভেন্টিলেটর দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। জানি না শেষ পর্যন্ত কি হবে।’
ইনচার্জ আরও লিখেন, ‘আইসিইউতে ভর্তি পাঁচজন রোগীর একজনও করোনা ভ্যাকসিন নেননি। সবার বয়স ৫০ এর উপরে।’
টিকার যোগানে সরকারের প্রশংসা করে এই চিকিৎসক লেখেন, ‘আমাদের দেশের মানুষকে ভাগ্যবানই বলতে হবে। প্রিয় বাংলাদেশের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন যোগাড় করতে পেরেছে। এ দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হয়েছে, এমনটি শুনিনি। পৃথিবীতে আমাদের মতো অন্য গরীব দেশগুলো তাদের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগাদা দেওয়া সত্বেও যোগাড় করতে পারেনি। এত বিশাল জনসংখার একটা দেশের সরকারের জন্য এটা বিরাট সাফল্য বলে মনে করি।’
‘বিনে পয়সায় এত সুযোগ পাওয়া সত্বেও কোনো মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে সেটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কোনো আবিস্কার/উদ্ভাবনই মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর কোটি মানুষের আহাজারিতে মহান সৃষ্টিকর্তার দয়ার বরকতের ফসল এ ভ্যাকসিন আবিস্কার। ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া বিশাল পার্থক্য তৈরি করেছে। পৃথিবীর সকল মানুষের জন্য ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা ছাড়া এখন পর্যন্ত বিকল্প কিছু নেই। ডেল্টা বা বেটা বা ওমিক্রন যেটায় আপনাকে আক্রমণ করুক, সেটা থেকে অনেকখানি নিরাপত্তা দিতে পারবে, এটা প্রমাণিত।’
সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুতরাং, অবিলম্বে নিজের এবং প্রিয়জনের জন্য সুযোগ পেলেই ভ্যাকসিন নেবার ব্যবস্থা নিন।’
করোনা টিকা না নেওয়া আত্মহত্যার শামিল বলে জানিয়েছেন আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, রাজশাহীতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে রোগী। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য রয়েছে আলাদা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল আইসিইউতে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। যাদের কেউ করোনা টিকা গ্রহণ করেননি।
একজন রোগীর কথা তুলে ধরে আইসিইউর ইনচার্জ লিখেছেন, ‘মেয়ে ব্যাংকার, ছেলে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। অথচ পিতা কোভিড ভ্যাকসিন নেননি। সিটি করপোরেশনের অভিজাত আবাসিক এলাকায় বসবাস, রোগী নিজেও একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। অথচ ভ্যাকসিন নেওয়ার হিসাবটুকু করতে পারলেন না। জ্বর, কাশিতে বাসায় কাটল পাঁচ দিন, শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষার পর দেখা গেল ৮০-৯০ শতাংশ ফুসফুস আক্রান্ত। পরদিন করোনা টেস্টেও পজিটিভ। কোভিড আইসিইউতে ভর্তি হলেন এবং আইসিইউ ভেন্টিলেটর দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। জানি না শেষ পর্যন্ত কি হবে।’
ইনচার্জ আরও লিখেন, ‘আইসিইউতে ভর্তি পাঁচজন রোগীর একজনও করোনা ভ্যাকসিন নেননি। সবার বয়স ৫০ এর উপরে।’
টিকার যোগানে সরকারের প্রশংসা করে এই চিকিৎসক লেখেন, ‘আমাদের দেশের মানুষকে ভাগ্যবানই বলতে হবে। প্রিয় বাংলাদেশের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন যোগাড় করতে পেরেছে। এ দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হয়েছে, এমনটি শুনিনি। পৃথিবীতে আমাদের মতো অন্য গরীব দেশগুলো তাদের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগাদা দেওয়া সত্বেও যোগাড় করতে পারেনি। এত বিশাল জনসংখার একটা দেশের সরকারের জন্য এটা বিরাট সাফল্য বলে মনে করি।’
‘বিনে পয়সায় এত সুযোগ পাওয়া সত্বেও কোনো মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে সেটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কোনো আবিস্কার/উদ্ভাবনই মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর কোটি মানুষের আহাজারিতে মহান সৃষ্টিকর্তার দয়ার বরকতের ফসল এ ভ্যাকসিন আবিস্কার। ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া বিশাল পার্থক্য তৈরি করেছে। পৃথিবীর সকল মানুষের জন্য ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা ছাড়া এখন পর্যন্ত বিকল্প কিছু নেই। ডেল্টা বা বেটা বা ওমিক্রন যেটায় আপনাকে আক্রমণ করুক, সেটা থেকে অনেকখানি নিরাপত্তা দিতে পারবে, এটা প্রমাণিত।’
সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুতরাং, অবিলম্বে নিজের এবং প্রিয়জনের জন্য সুযোগ পেলেই ভ্যাকসিন নেবার ব্যবস্থা নিন।’
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
৩৭ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
১ ঘণ্টা আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
১ ঘণ্টা আগে