Ajker Patrika

মরার আগে নিজের চল্লিশা করলেন বানেছা বেওয়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজের চল্লিশার আয়োজনে বানেছা বেওয়া। ছবি: সংগৃহীত
নিজের চল্লিশার আয়োজনে বানেছা বেওয়া। ছবি: সংগৃহীত

মৃত্যুর পর চল্লিশা হবে কি না, সন্তানেরা পারবেন কি না, এই ভেবে আর বসে থাকেননি বানেছা বেওয়া। তাই আয়োজন করে ফেললেন নিজের চল্লিশা। বানেছার বয়স এখন ৯৬। রাজশাহীর খড়খড়ি বাইপাস কমলাপুর গ্রামের প্রয়াত ইনছার আলীর স্ত্রী তিনি।

আজ বৃহস্পতিবার গ্রামে নীল-সাদা শামিয়ানা দিয়ে সাজানো হয় বিশাল প্যান্ডেল। গরু-ছাগল জবাই করে দেড় হাজার মানুষের জন্য রান্না করা হয়। আশপাশের গ্রাম, এমনকি দূরের গ্রামের মানুষও ছুটে আসেন ব্যতিক্রমী এই ঘটনার সাক্ষী হতে। চল্লিশার খাবার খেতে বসেন সবাই আর সেই দৃশ্য হৃদয়ভরে উপভোগ করেন বানেছা বেওয়া।

নিজের চল্লিশার আয়োজনে বানেছা বেওয়া। ছবি: সংগৃহীত
নিজের চল্লিশার আয়োজনে বানেছা বেওয়া। ছবি: সংগৃহীত

১২ সন্তানের মা বানেছা বেওয়া। আজকের এই আয়োজনে তাঁর আট ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ পরিবারের অন্তত ৬০ জন সদস্য উপস্থিত হন। খেয়েদেয়ে সবাই দোয়া করেন বানেছার জন্য।

বানেছা বয়সের ভারে নুয়ে পড়লেও মনটা আজও টগবগে। ঘুরে ঘুরে সবার খাওয়া দেখলেন। ‘মরার পরে যদি কেউ চল্লিশা না করে, তাই আগেই করলাম। তাতে সবাইকে খাওয়ানোও হলো, দোয়াও পেলাম। এখন মনে শান্তি লাগছে। মরার পরে না, বেঁচে থাকতেই মানুষের দোয়া পাওয়া যে কত সুন্দর’, হাসিমুখে বললেন বানেছা বেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত