দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে সাত মাসের শিশুসন্তানকে কেড়ে নিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে তাঁর স্বামীর বিরুদ্ধে। উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর ভিটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে কন্যাসন্তানকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুর মা রিপা খাতুন (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ভিটাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী রিপাকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁদের কন্যাসন্তান মিসরাত জাহানকে (৭ মাস) কেড়ে নেন। পরে রিপা খাতুনকে বাড়ি থেকে বের করে দেন শরিফুল।
থানায় উপস্থিত ভুক্তভোগী রিপা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘সাত মাসের কন্যাসন্তানকে কেড়ে নিয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী শরিফুল। বিভিন্ন মারফতে ফেরত চেয়েও আমার সন্তানকে ফেরত দিচ্ছে না সে। ২০ ঘণ্টা পার হয়ে গেল, তার বয়স মাত্র সাত মাস। সে বুকের দুধপান করে। আমার সন্তান এখনো না খেয়ে আছে। আমি আমার সন্তানকে ফেরত চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে দুর্গাপুর থানার পরিদর্শক (এসআই) শাহাজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। অভিযান দেওয়ার প্রস্তুতি চলছে। সাত মাসের সন্তান। সে মায়ের কাছে থাকবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত শিশুসন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হবে।’
রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে সাত মাসের শিশুসন্তানকে কেড়ে নিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে তাঁর স্বামীর বিরুদ্ধে। উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর ভিটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে কন্যাসন্তানকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুর মা রিপা খাতুন (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ভিটাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী রিপাকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁদের কন্যাসন্তান মিসরাত জাহানকে (৭ মাস) কেড়ে নেন। পরে রিপা খাতুনকে বাড়ি থেকে বের করে দেন শরিফুল।
থানায় উপস্থিত ভুক্তভোগী রিপা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘সাত মাসের কন্যাসন্তানকে কেড়ে নিয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী শরিফুল। বিভিন্ন মারফতে ফেরত চেয়েও আমার সন্তানকে ফেরত দিচ্ছে না সে। ২০ ঘণ্টা পার হয়ে গেল, তার বয়স মাত্র সাত মাস। সে বুকের দুধপান করে। আমার সন্তান এখনো না খেয়ে আছে। আমি আমার সন্তানকে ফেরত চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে দুর্গাপুর থানার পরিদর্শক (এসআই) শাহাজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। অভিযান দেওয়ার প্রস্তুতি চলছে। সাত মাসের সন্তান। সে মায়ের কাছে থাকবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত শিশুসন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হবে।’
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৩৮ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
৪১ মিনিট আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে