Ajker Patrika

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র-মাদকসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ২৪
রাজশাহীতে আগ্নেয়াস্ত্র-মাদকসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার মহানগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মজনু আহমেদ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি কোচিং সেন্টারের পরিচালক।

র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি করা হয়। এ সময় কার থেকে তিনটি গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে কারের মালিক মজনু আহমেদকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়। 

এ ছাড়া গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত