সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি অন্তিম দাসকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১০ অক্টোবর রাতে কৃষক সাইফুল ইসলাম তাঁর স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে চা খেতে বাড়ির পাশের বজলুর রহমানের দোকানে যান। এ সময় অন্তিম দাস নামের এক যুবক সাইফুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তদন্তে নেমে পুলিশ শাকিল শেখ নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি জানান, আসামি আব্দুর রাজ্জাক, নায়েব আলী, অন্তিম দাসসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজন সলঙ্গা থানার ফরিদপুর এলাকায় নৌকায় করে তাস খেলা শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে ঘুরকা খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখেন। পরে ১৩ অক্টোবর সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি অন্তিম দাসকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১০ অক্টোবর রাতে কৃষক সাইফুল ইসলাম তাঁর স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে চা খেতে বাড়ির পাশের বজলুর রহমানের দোকানে যান। এ সময় অন্তিম দাস নামের এক যুবক সাইফুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তদন্তে নেমে পুলিশ শাকিল শেখ নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি জানান, আসামি আব্দুর রাজ্জাক, নায়েব আলী, অন্তিম দাসসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজন সলঙ্গা থানার ফরিদপুর এলাকায় নৌকায় করে তাস খেলা শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে ঘুরকা খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখেন। পরে ১৩ অক্টোবর সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
২২ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
৩৮ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে