Ajker Patrika

থালাপতি বিজয়ের সমাবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫৪
থালাপতি বিজয়ের সমাবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সমাবেশে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) তামিলনাড়ুর কারুর জেলায় তাঁর দল তামিলাগা ভেট্ট্রি কাজগমের (টিভিকে) সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান ঘটনাস্থলে এই তথ্য জানান বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই সমাবেশে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে।

প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনা হচ্ছে। কারুর জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসির্ভাথম জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।

vijay-rally-1

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকেই হাজার হাজার সমর্থক সমাবেশস্থলে ভিড় করেছিলেন। সূর্যের প্রখর তাপ ও প্রচণ্ড গরমের মধ্যে তাঁরা বিজয়ের জন্য প্রায় ৬ ঘণ্টা অপেক্ষা করেন। কিন্তু তিনি দেরিতে পৌঁছালে ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিজয় বক্তব্য দিচ্ছিলেন, তখনই অতিরিক্ত ভিড় ও গরমে অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন। এ সময় তিনি হঠাৎ বক্তব্য থামিয়ে দেন এবং বাস থেকে বোতল ছুড়ে পানি বিলিয়ে দেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়ির কারণে অনেকেই পায়ের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এদিন সমাবেশে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ফলে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে পৌঁছাতে ব্যাপক সমস্যায় পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত কারুরে ছুটে যান। জেলার সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, কারুর থেকে আসা খবর উদ্বেগজনক, হাসপাতালে ভর্তি প্রত্যেককে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

ঘটনার পর বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং তার গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সমর্থকের প্রাণহানির এই ঘটনা বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল কোন কোন দেশ, বাংলাদেশও কি ছিল

ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জবাব ভাইরাল

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির সঙ্গে ড. ইউনূস, পাশে মেয়ে দীনা

জুনেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, এবার বাধা দেওয়ায় বিস্মিত হয়েছি: সোহেল তাজ

ইসরায়েলকে তুলোধুনোর পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট, ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত