বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রকাশ্যে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে ‘বখাটেরা’। এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। পরে তাঁর মোটরসাইকেলে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর করা হয়।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার চকলোকমান শ্যামলী মোড় এলাকায় হামলার শিকার হন আব্দুল খালেক। তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাত হোসেন বলেন, ‘হামলা শিকার পুলিশ সদস্য আব্দুল খালেক রোববার বিকেলে চকলোকমান এলাকাতে দায়িত্ব পালন করছিলেন। শ্যামলী মোড় এলাকায় সাতজন বখাটে মদপান করে বেপরোয়াভাবে চলাচল করছিল। তাদের হাতে ধারালো অস্ত্রও ছিল। ওই সময় পুলিশ সদস্য আব্দুল খালেক তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে আব্দুল খালেকের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর (কিল-ঘুষি) শুরু করে। ওই সময় নিজেকে বাঁচাতে আব্দুল খালেক মোটরসাইকেল ফেলে দৌঁড় দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে বখাটেরা।’
তিনি জানান, ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারী পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। আর বাকি দুজন অজ্ঞাত।
বগুড়া কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ সদস্যকে মারধর করা হলেও তিনি গুরুতর আহত হননি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
বগুড়ায় প্রকাশ্যে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে ‘বখাটেরা’। এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। পরে তাঁর মোটরসাইকেলে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর করা হয়।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার চকলোকমান শ্যামলী মোড় এলাকায় হামলার শিকার হন আব্দুল খালেক। তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাত হোসেন বলেন, ‘হামলা শিকার পুলিশ সদস্য আব্দুল খালেক রোববার বিকেলে চকলোকমান এলাকাতে দায়িত্ব পালন করছিলেন। শ্যামলী মোড় এলাকায় সাতজন বখাটে মদপান করে বেপরোয়াভাবে চলাচল করছিল। তাদের হাতে ধারালো অস্ত্রও ছিল। ওই সময় পুলিশ সদস্য আব্দুল খালেক তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে আব্দুল খালেকের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর (কিল-ঘুষি) শুরু করে। ওই সময় নিজেকে বাঁচাতে আব্দুল খালেক মোটরসাইকেল ফেলে দৌঁড় দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে বখাটেরা।’
তিনি জানান, ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারী পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। আর বাকি দুজন অজ্ঞাত।
বগুড়া কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ সদস্যকে মারধর করা হলেও তিনি গুরুতর আহত হননি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
অপরাধবিষয়ক পেশাদার সাংবাদিকদের সংগঠন ক্র্যাব ৪৩ বছরে পদার্পণ করেছে। গতকাল শুক্রবার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগের চার জেলায় পরিবেশ ধ্বংস করে ব্যাপকভাবে বালু-পাথর লুটপাট শুরু হয়। ২ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী। গত ৯ মাসে পরিবেশ ও খনিজ সম্পদ রক্ষায় তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। উল্টো তাঁর বক্তব্যে উৎসাহিত হয়...
২ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ তিন বিশ্ববিদ্যালয় ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগরে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘোষণা করা হয়েছে তফসিলও। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে আন্দোলনের পর এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন গঠনতন্ত্রের ভেতরেই...
২ ঘণ্টা আগেকিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ। আজ শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের...
৩ ঘণ্টা আগে