Ajker Patrika

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ: অবশেষে ‘শাসন’ করা সেই বখাটের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৪: ০৮
গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ: অবশেষে ‘শাসন’ করা সেই বখাটের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ 

জয়পুরহাটের আক্কেলপুরে ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় থানায় ডেকে ‘শাসন’ করে ছেড়ে দেওয়া সেই বখাটের বিরুদ্ধে অবশেষে মামলা নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এর পরই দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন। 

পুলিশ বলছে, মামলার প্রধান আসামি ইদ্রীস আলী পলাতক রয়েছেন। তবে এ মামলার অন্য দুই আসামি ইদ্রীস আলীর বাবা আমেদুল ইসলাম (৫৩) ও বড় ভাই ফারুক হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। 

এর আগে রোববার দুপুরে ওই গৃহবধূ তাঁর শ্লীলতাহানির অভিযোগ এনে এক বখাটেসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি। উল্টো অভিযুক্তকে থানায় ডেকে ‘শাসন’ করে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে গতকাল সোমবার আজকের পত্রিকার অনলাইন বিভাগে ‘‘শ্লীলতাহানির অভিযোগ: থানায় আপসের প্রস্তাব গৃহবধূকে, বখাটেকে ‘শাসন’ করে ছেড়ে দিল পুলিশ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

পরে সোমবার রাতেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে আসামিদের ধরতে কানুপুর গ্রামে যায় আক্কেলপুর থানার পুলিশ। 

 এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় মামলা হওয়ার পর রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত