Ajker Patrika

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শাহীন আলী ওরফে সৈকত। ছবি: সংগৃহীত
শাহীন আলী ওরফে সৈকত। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে রাজশাহী থেকে এক নারীকে নিয়ে পালিয়েছিলেন এক যুবক। এরপর তাঁরা এক সপ্তাহ ছিলেন চাঁপাইনবাবগঞ্জের একটি ভাড়া বাসায়। সেখানে ওই নারীকে একাধিকবার ধর্ষণও করেন। পরে বিয়ে না করে কৌশলে পালিয়ে যান। এর সাড়ে তিন মাস পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

যুবকের নাম শাহীন আলী ওরফে সৈকত (২৭)। রাজশাহীর চারঘাট উপজেলার পাইটখালী গ্রামে তাঁর বাড়ি। ভুক্তভোগী নারী রাজশাহীর দামকুড়া থানা এলাকার বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাহীনকে গ্রেপ্তার করে।

আজ মঙ্গলবার সকালে র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী নারী (২৫) বিবাহিত। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি বাবার বাড়িতে থাকেন। সে সুযোগকে কাজে লাগিয়ে শাহীন তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২৪ ফেব্রুয়ারি শাহীন তাঁকে বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে যান।

এরপর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। সেখানে ১ মার্চ পর্যন্ত একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন শাহীন। এরপর সুকৌশলে তাঁকে রেখে শাহীন পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে দামকুড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। আসামি শাহীন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত