Ajker Patrika

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী
আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৯: ০৩
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর ছয়জন, পাবনার পাঁচজন, নওগাঁর দুজন এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার একজন মিলে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন। অন্য আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ১৫ জনের মধ্যে নয়জন পুরুষ ও ছয়জন নারী। এদের মধ্যে ৩১-৪০ বছর বয়সের মধ্যে একজন করে নারী ও পুরুষ; ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে দুজন পুরুষ এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ ও তিনজন নারী।

আগস্টের প্রথম দুদিনে রামেক হাসপাতালে ৩৩ জনের মৃত্যু হলো। জুলাই মাসজুড়ে ৫৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে মারা গেছেন ৪০৫ জন।

হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি। সোমবার সকালে ভর্তি ছিলেন ৩৯০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৭ জন। ছাড়পত্র পেয়েছেন ৫৯ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৪ জন। উপসর্গ নিয়ে আছেন ১৪৬ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৭০ জন রোগী। 

সোমবার সকালে রাজশাহীর ১৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৬৬ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ৭২ জন, কুষ্টিয়ার ১১ জন, সিরাজগঞ্জের ছয়জন, চুয়াডাঙ্গার তিনজন এবং ঝিনাইদহ, বগুড়া এবং মেহেরপুরের একজন রোগী ভর্তি ছিলেন।

সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, রোববার আরটি-পিসিআর ও র‌্যাপিড এন্টিজেন মিলে জেলায় মোট ১ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৭ দশমিক ১৭ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত