Ajker Patrika

হাসপাতাল-বিদ্যালয়-শিশুপার্কসংলগ্ন শিল্পকলা একাডেমি মাঠে বাণিজ্য মেলা, তীব্র প্রতিবাদ

শরীয়তপুর প্রতিনিধি
মেলা আয়োজনের কার্যক্রম চলছে দ্রুতগতিতে। আজ বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা
মেলা আয়োজনের কার্যক্রম চলছে দ্রুতগতিতে। আজ বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্রে—সদর হাসপাতাল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শিশুপার্ক ও জেলা শিশু একাডেমিসংলগ্ন শিল্পকলা একাডেমি মাঠে এবার বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শহরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।

আজ বুধবার (২০ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা শাখা ও স্থানীয় সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়ে এই আয়োজনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

নাগরিক সমাজের অভিযোগ, হাসপাতাল, বিদ্যালয় ও শিশুপার্কসংলগ্ন ব্যস্ত এলাকায় বাণিজ্য মেলা আয়োজন সরাসরি জনস্বার্থবিরোধী। এতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হবে (হাসপাতালে যাওয়া–আসায় অসুবিধা, শব্দদূষণ), শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে (বিদ্যালয় ও পরীক্ষার সময় ব্যাঘাত), শিশুপার্কের কার্যক্রম ব্যাহত হবে (পরিবারগুলো শিশুদের নিয়ে যেতে সমস্যায় পড়বে), যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়বে (প্রধান সড়ক অচল হওয়ার আশঙ্কা)।

তাদের দাবি, শহরের বাইরে নিরিবিলি ও খোলা মাঠে মেলার আয়োজন করা হোক। এতে ব্যবসায়ীরা ব্যবসা চালাতে পারবেন, আবার নাগরিকেরাও ভোগান্তি থেকে রক্ষা পাবেন।

এনসিপির জেলা যুগ্ম সম্পাদক সবুজ তালুকদার বলেন, ‘আমরা বাণিজ্য মেলার বিপক্ষে নই। কিন্তু হাসপাতাল-বিদ্যালয়-শিশুপার্কের পাশে শিল্পকলা একাডেমি মাঠে মেলা আয়োজন করলে তা রোগী-শিক্ষার্থী-সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনবে।’

মেলা আয়োজনের কার্যক্রম চলছে দ্রুতগতিতে। আজ বিকেলে তোলা।  ছবি: আজকের পত্রিকা
মেলা আয়োজনের কার্যক্রম চলছে দ্রুতগতিতে। আজ বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পরীক্ষা সামনে। এমন সময়ে মেলার শব্দ ও ভিড় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করবে।

সদর হাসপাতালের সামনে ওষুধের ফার্মেসি ব্যবসায়ী ইকবাল খান বলেন, মেলার কারণে যদি সদর সড়ক অচল হয়, তবে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই ভোগান্তিতে পড়বেন।

শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ আগস্ট সহকারী কমিশনার (সাধারণ শাখা) সুদীপ্ত ঘোষ স্বাক্ষরিত এক পত্রে ঢাকার প্রতিষ্ঠান নিউ স্টাইল মার্কেটিংকে ২১ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়।

ইতিমধ্যে মাঠে প্রস্তুতি শুরু করেছে প্রতিষ্ঠানটি। আয়োজক আজহারুল ইসলাম জানান, ৫০ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে। এক সপ্তাহের মধ্যে সবকিছু সম্পন্ন হবে।

অন্যদিকে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বলেন, ‘আমার যোগদানের আগেই অনুমতি দেওয়া হয়েছিল। তবে আজকে মেলা বন্ধের বিষয়ে আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে।’

শরীয়তপুরে প্রতিবছর বাণিজ্য মেলার আয়োজন করা হয়। তবে সাধারণত শহরের বাইরে বা খোলা মাঠে এ মেলা বসানো হয়। এ বছর প্রথমবারের মতো সদর হাসপাতাল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও শিশুপার্কের মাঝ পয়েন্ট শিশু একাডেমি মাঠে মেলার স্থান হিসেবে বেছে নেওয়ায় বিরোধ দেখা দিয়েছে।

হাসপাতাল, বিদ্যালয়, শিশু একাডেমি ও শিশুপার্কসংলগ্ন এলাকায় বাণিজ্য মেলার আয়োজন শহরের নাগরিক জীবনে ভোগান্তি ডেকে আনবে বলে মনে করছে সচেতন মহল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের হাতে। এখন সবার চোখ প্রশাসনের দিকে—তারা কি জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিকল্প স্থানে মেলার আয়োজন নিশ্চিত করবে, না বিতর্কিত স্থানেই মেলা বসাবে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত