Ajker Patrika

রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০: ৩১
রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি আটক

রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিটের কালোবাজারি এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। স্টেশনসংলগ্ন শিরোইল কলোনি মহল্লার বাসিন্দা তিনি। আজ সোমাবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশন থেকেই তাঁকে আটক করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাঁর কাছ থেকে ছয়টি টিকিট জব্দ করা হয়েছে। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উজ্জ্বল আলী বলেন, ‘হাবিবুর একজন চিহ্নিত টিকিট কালোবাজারি। তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল। সন্ধ্যায় স্টেশনের সামনে ওভারব্রিজের কাছে টিকিট বিক্রির সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।’ 

উজ্জ্বল আলী আরও বলেন, ‘হাবিবুরের কাছ থেকে ছয়টি টিকিট উদ্ধার করা হয়েছে। টিকিটগুলোতে সাতটি আসন রয়েছে। এগুলো রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু ও পদ্মা এক্সেপ্রেস ট্রেনের টিকিট। ৩৪০ টাকা দামের এসব টিকিট হাবিবুর ৬৫০ টাকায় বিক্রি করছিলেন। এ ব্যাপারে হাবিবুরের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত