Ajker Patrika

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

রাজশাহীতে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আরিফুল ইসলাম শিপলু। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম মো. আপেল। তিনি রাজশাহী মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শিপলু বলেন, ‘মাস্টারপাড়া কাঁচাবাজারে আমি ২৬ বছর ধরে কাঁচামালের আড়তদার ও খুচরা বিক্রেতা হিসেবে ব্যবসা করে আসছি। কিন্তু হঠাৎ আওয়ামী লীগ নেতা আপেল আমার ব্যবসার স্থানের ওপরে বাঁশের খুঁটি পুতে তাঁর ছবি দিয়ে ব্যানার টাঙ্গিয়ে জায়গা দখল করার চেষ্টা শুরু করেছেন। গত ২৩ রমজান রাত পৌনে ১১টার দিকে আপেল আমার দোকানে এসে মালামাল ছুড়ে ফেলে দেন। আপেল আমার ব্যবসা করা জায়গা দখল করে ঢোপকল বসানোর চেষ্টা করছেন।’

ব্যবসায়ী শিপলু আরও বলেন, ‘আপেল পুরো জায়গা দখল করার জন্য আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হয়রানি করছেন। বাঁধা দিলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগ করেও কোনো সুফল পাইনি।’

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা মো. আপেল আজকের পত্রিকাকে বলেন, ‘এটা সিটি করপোরেশনের জায়গা। সেই জায়গা দখল করে শিপলু ব্যবসা করছে। এই জায়গা দলীয় পোস্টার লাগানোরই জায়গা। শিপলু নিজে জায়গা দখল করে ব্যবসা করছে, আবার আমার নামে উল্টো অভিযোগ করছে। তাকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত