রিমন রহমান, রাজশাহী
রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মীর মোজাম্মেল আলী। তাঁর স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই তিন মেয়েকে পড়িয়েছেন এমবিবিএস। তাঁরই ইচ্ছায় মাত্র এক টাকায় রাজশাহীতে রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন তাঁর এক মেয়ে সুমাইয়া বিনতে মোজাম্মেল। এতে খুশি মোজাম্মেল আলী। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুশি মেয়েও।
শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারে মোজাম্মেল আলীর বাড়ি। বাড়ির নিচতলায় ‘শিবগঞ্জ সুইটস’ নামের মিষ্টির দোকান তাঁদের পারিবারিক ব্যবসা। এর পাশেই একটি দোকানে মেয়েকে চেম্বার করে দিয়েছেন। গত রোববার থেকে সুমাইয়া রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন। সেদিনই মোজাম্মেল আলী পোস্টার ছাপিয়ে চেম্বারের সামনে সাঁটিয়ে দেন। এতে লেখা, ‘মাত্র এক টাকা ভিজিটে রোগী দেখা হয়।’
বিষয়টি জানান দিতে ডা. সুমাইয়া এই পোস্টারের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। লেখেন ‘আব্বুর জনসেবার ছোট্ট একটা ইচ্ছা পূরণের চেষ্টা।’ এরপর মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়। প্রশংসায় ভাসতে থাকেন বাবা-মেয়ে। এতে সেবা দিতে আরও উৎসাহ পান সুমাইয়া।
সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রোগী দেখছেন সুমাইয়া। গতকাল সোমবার সকালে দেখা গেছে, খুব আন্তরিকতায় রোগীদের সমস্যার কথা সময় নিয়ে শুনে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছিলেন সুমাইয়া। তাঁর টেবিলের ওপর একটি মাটির ব্যাংক রাখা। যাঁরা সেবা নিতে আসছিলেন, তাঁরা ওই ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছিলেন এক টাকার একটি কয়েন। সেবা নিয়ে হাসিমুখে ফিরে যাচ্ছিলেন রোগীরা। সুমাইয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। রোগী দেখার সময় মাটির ব্যাংকে এক টাকা করে যা জমা হবে তা ব্যয় করা হবে ওই সংগঠনের জনসেবামূলক কাজেই।
জানতে চাইলে সুমাইয়া বলেন, ‘আমার বাবা তাঁর চার ছেলেমেয়েকেই ডাক্তার বানাতে চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই—জনসেবা। আজ আমি এই সেবা দিতে পারছি। তাঁর স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে মেয়ে হিসেবে সার্থক মনে হচ্ছে।’
সুমাইয়ার দুই বোনও চিকিৎসক। তাঁরাও এই চেম্বারে বসবেন। এক টাকায় সেবা দেবেন। সুমাইয়ার বাবা মীর মোজাম্মেল আলী বলেন, ‘আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেমেয়েদের দিয়ে সেই স্বপ্ন পূরণ করছি। তাদের বলেছি, তারা যেন মানুষের সেবা করে।’
রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মীর মোজাম্মেল আলী। তাঁর স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই তিন মেয়েকে পড়িয়েছেন এমবিবিএস। তাঁরই ইচ্ছায় মাত্র এক টাকায় রাজশাহীতে রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন তাঁর এক মেয়ে সুমাইয়া বিনতে মোজাম্মেল। এতে খুশি মোজাম্মেল আলী। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুশি মেয়েও।
শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারে মোজাম্মেল আলীর বাড়ি। বাড়ির নিচতলায় ‘শিবগঞ্জ সুইটস’ নামের মিষ্টির দোকান তাঁদের পারিবারিক ব্যবসা। এর পাশেই একটি দোকানে মেয়েকে চেম্বার করে দিয়েছেন। গত রোববার থেকে সুমাইয়া রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন। সেদিনই মোজাম্মেল আলী পোস্টার ছাপিয়ে চেম্বারের সামনে সাঁটিয়ে দেন। এতে লেখা, ‘মাত্র এক টাকা ভিজিটে রোগী দেখা হয়।’
বিষয়টি জানান দিতে ডা. সুমাইয়া এই পোস্টারের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। লেখেন ‘আব্বুর জনসেবার ছোট্ট একটা ইচ্ছা পূরণের চেষ্টা।’ এরপর মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়। প্রশংসায় ভাসতে থাকেন বাবা-মেয়ে। এতে সেবা দিতে আরও উৎসাহ পান সুমাইয়া।
সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রোগী দেখছেন সুমাইয়া। গতকাল সোমবার সকালে দেখা গেছে, খুব আন্তরিকতায় রোগীদের সমস্যার কথা সময় নিয়ে শুনে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছিলেন সুমাইয়া। তাঁর টেবিলের ওপর একটি মাটির ব্যাংক রাখা। যাঁরা সেবা নিতে আসছিলেন, তাঁরা ওই ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছিলেন এক টাকার একটি কয়েন। সেবা নিয়ে হাসিমুখে ফিরে যাচ্ছিলেন রোগীরা। সুমাইয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। রোগী দেখার সময় মাটির ব্যাংকে এক টাকা করে যা জমা হবে তা ব্যয় করা হবে ওই সংগঠনের জনসেবামূলক কাজেই।
জানতে চাইলে সুমাইয়া বলেন, ‘আমার বাবা তাঁর চার ছেলেমেয়েকেই ডাক্তার বানাতে চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই—জনসেবা। আজ আমি এই সেবা দিতে পারছি। তাঁর স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে মেয়ে হিসেবে সার্থক মনে হচ্ছে।’
সুমাইয়ার দুই বোনও চিকিৎসক। তাঁরাও এই চেম্বারে বসবেন। এক টাকায় সেবা দেবেন। সুমাইয়ার বাবা মীর মোজাম্মেল আলী বলেন, ‘আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেমেয়েদের দিয়ে সেই স্বপ্ন পূরণ করছি। তাদের বলেছি, তারা যেন মানুষের সেবা করে।’
জাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
২৮ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
১ ঘণ্টা আগে