নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাগমারা থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর সহায়তায় ফরিদপুর সদর উপজেলার শরীয়ত উল্লাহ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তার আসামির নাম শরিফ হোসেন (২০)। বাগমারার জয়পুর গ্রামে তার বাড়ি। বাবার নাম আবদুল হাকিম।
বাগমারার জয়পুর গ্রামের বৃদ্ধ গহের আলীকে (৬৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি শরিফ। গত ৫ মে রাতে জয়পুর গ্রামে ওই খুনের ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র্যাব অধিনায়ক জানান, গত ৫ মে জয়পুর এলাকায় রাসেল নামে এক যুবকের মোটরসাইকেল নষ্ট হয়ে যায়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নিহত গহের আলীর নাতি মোটরসাইকেল মেকানিক মো. রাজু (১৮)। রাসেল তাকে তার মোটরসাইকেলটি মেকানিককে মেরামত করে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু রাজু মোটরসাইকেল মেরামত করতে চাননি।
এতে ক্ষিপ্ত হয়ে শরিফ হোসেন ও তার বাবা আবদুল হাকিম মেকানিক রাজুকে হাতুড়িপেটা করেন। রাজুর চিৎকারে পাশেই দোকানে বসে থাকা তার দাদা গহের আলী তাকে রক্ষায় এগিয়ে যান। এ সময় তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই গহের আলীর মৃত্যু হয়। এ নিয়ে নিহত গহের আলীর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এই মামলা হওয়ার পর র্যাব ছায়াতদন্ত করছিল। গত ১৩ মে বিকেলে র্যাব সদস্যরা রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে হাকিমকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর থেকে মামলার প্রধান আসামি শরিফকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে থানায় হস্তান্তর করা হয়।
রাজশাহীর বাগমারা থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর সহায়তায় ফরিদপুর সদর উপজেলার শরীয়ত উল্লাহ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তার আসামির নাম শরিফ হোসেন (২০)। বাগমারার জয়পুর গ্রামে তার বাড়ি। বাবার নাম আবদুল হাকিম।
বাগমারার জয়পুর গ্রামের বৃদ্ধ গহের আলীকে (৬৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি শরিফ। গত ৫ মে রাতে জয়পুর গ্রামে ওই খুনের ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র্যাব অধিনায়ক জানান, গত ৫ মে জয়পুর এলাকায় রাসেল নামে এক যুবকের মোটরসাইকেল নষ্ট হয়ে যায়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নিহত গহের আলীর নাতি মোটরসাইকেল মেকানিক মো. রাজু (১৮)। রাসেল তাকে তার মোটরসাইকেলটি মেকানিককে মেরামত করে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু রাজু মোটরসাইকেল মেরামত করতে চাননি।
এতে ক্ষিপ্ত হয়ে শরিফ হোসেন ও তার বাবা আবদুল হাকিম মেকানিক রাজুকে হাতুড়িপেটা করেন। রাজুর চিৎকারে পাশেই দোকানে বসে থাকা তার দাদা গহের আলী তাকে রক্ষায় এগিয়ে যান। এ সময় তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই গহের আলীর মৃত্যু হয়। এ নিয়ে নিহত গহের আলীর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এই মামলা হওয়ার পর র্যাব ছায়াতদন্ত করছিল। গত ১৩ মে বিকেলে র্যাব সদস্যরা রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে হাকিমকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর থেকে মামলার প্রধান আসামি শরিফকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে থানায় হস্তান্তর করা হয়।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
৩৪ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে