Ajker Patrika

অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

নওগাঁর মান্দায় মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৩০)। তিনি ভারশোঁ মৎস্যজীবী পাড়ার মৃত আহসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বারিকের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান একই এলাকার বেলাল হোসেন, মমতাজ হোসেন, সাইদুর রহমান ও আনিছার রহমান। প্রথম দফায় মাছ ধরার পর পুকুর মালিক সেগুলো নিয়ে দেলুয়াবাড়ি বাজারে বিক্রি করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পুকুরটিতে দ্বিতীয় দফায় জাল নামানোর আগে পুকুর মালিক ধীরেন্দ্রনাথ বারিক নিজ বাড়িতে জেলেদের মদ পান করান। বেসামাল অবস্থায় পুকুরে আবারও জাল ফেলেন তাঁরা। জাল টান দেওয়া একপর্যায়ে বেলাল হোসেন পানিতে ডুবে যান।

গ্রামের শহিদুল ইসলাম চিতল বলেন, মৎস্যজীবী বেলালসহ তাঁর সঙ্গীরা প্রায়ই নেশা করে। ঘটনার দিন অতিরিক্ত মাদকসেবনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বেলাল পানিতে ডুবে মারা যান। ঘটনার পর থেকে বেলালের সঙ্গীরা গাঁ ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

পুকুর মালিক ধীরেন্দ্রনাথ বারিক জেলেদের মদপান করানোর অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত পারিশ্রমিকে জেলেদের দিয়ে পুকুর মাছ ধরার কাজে লাগিয়েছিলেন। মাছ ধরার সময় হঠাৎ করেই পানিতে ডুবে যান বেলাল।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, অতিরিক্ত মদ্যপানের কারণে পানিতে ডুবে বেলালের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ কারণে তাঁর মরদেহ উদ্ধার করে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত