পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের এক ছাত্রীকে র্যাগিং করার ঘটনায় জড়িত আরেক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরীর দেওয়া এক বার্তায় পরিসংখ্যান বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী রুকাইয়া ইসলামকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জরুরি সভা হয়। সভায় পাবিপ্রবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রুকাইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় প্রাথমিকভাবে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্টি র্যাগিং কমিটি রয়েছে। তাদেরকে ঘটনা তদন্ত করে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রব্বেজ টাওয়ারে ছাত্রীনিবাসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমু রানী তালুকদার র্যাগিংয়ের শিকার হন। রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীকে নিজেদের রুমে ডেকে নেন পরিসংখ্যান বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী রুকাইয়াসহ ছাত্রীনিবাসের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী।
তাঁকে মেসের ছাদে ডেকে নিয়ে ম্যানার শেখানোর নামে মানসিকভাবে হেনস্তা করা হয়। রাত এগারোটা পর্যন্ত এভাবে চলার পর শিমু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাতেই তাঁকে পুনরায় ছাত্রীনিবাসে নেওয়া হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের এক ছাত্রীকে র্যাগিং করার ঘটনায় জড়িত আরেক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরীর দেওয়া এক বার্তায় পরিসংখ্যান বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী রুকাইয়া ইসলামকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জরুরি সভা হয়। সভায় পাবিপ্রবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রুকাইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় প্রাথমিকভাবে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্টি র্যাগিং কমিটি রয়েছে। তাদেরকে ঘটনা তদন্ত করে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রব্বেজ টাওয়ারে ছাত্রীনিবাসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমু রানী তালুকদার র্যাগিংয়ের শিকার হন। রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীকে নিজেদের রুমে ডেকে নেন পরিসংখ্যান বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী রুকাইয়াসহ ছাত্রীনিবাসের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী।
তাঁকে মেসের ছাদে ডেকে নিয়ে ম্যানার শেখানোর নামে মানসিকভাবে হেনস্তা করা হয়। রাত এগারোটা পর্যন্ত এভাবে চলার পর শিমু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাতেই তাঁকে পুনরায় ছাত্রীনিবাসে নেওয়া হয়।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৯ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৫ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ মিনিট আগে