Ajker Patrika

নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

নাটোর প্রতিনিধি 
নাটোরের সদর উপজেলায় আজ শুক্রবার বিকেলে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
নাটোরের সদর উপজেলায় আজ শুক্রবার বিকেলে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

নাটোর সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পণ্ডিতগ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক বাবু হোসেন (৩৫) এবং আরেকটি অটোরিকশার যাত্রী ঢাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৪২)।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৫টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস-সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাব্বি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কা লাগে।

মোহাম্মদ আব্দুল হামিদ খান বলেন, অটোচালক বাবু ঘটনাস্থলেই মারা যান। এ সময় তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের নাটোর সদর হাসপাতালে নিলে শহিদুল ইসলাম নামের এক যাত্রীরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েল

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

সোনার দামে সর্বোচ্চ রেকর্ড, আউন্সপ্রতি ছাড়াল ৪০০০ ডলার

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত