কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ওমর ফারুক নামের এক বিকাশকর্মীর সন্ধান পেতে মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী। তাঁর পরিবার বলছে, চার দিন ধরে নিখোঁজ ওমর ফারুক। জমিসংক্রান্ত বিরোধের জেরে ওমর ফারুক অপহৃত হয়েছেন বলে সন্দেহ করছে তারা।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা শহরের আখড়া ব্রিজসংলগ্ন চত্বরে মানববন্ধন করে ওমর ফারুকের পরিবার।
ওমর ফারুক যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে (৩১)। তিনি কিশোরগঞ্জ শহরে বিকাশ অফিসে কাজ করতেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাসা থেকে বের হয়ে ওমর ফারুক বিকাশ অফিসে যান। অফিসে কিছু সময় অবস্থান করে সাড়ে ১০টার দিকে বের হয়ে যান। পরে তিনি বেলা ৩টা ৫০ মিনিটে বাসায় ফিরে আসেন এবং বিকেল ৪টা ২০ মিনিটে আবার নিজের অফিসের কাজে বের হন। কিন্তু রাত সাড়ে ৮টায় তাঁর অফিস থেকে ফোন করে পরিবারকে জানানো হয় যে, তিনি অফিসে উপস্থিত হননি। এর পর থেকে আর ওমর ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মানববন্ধনে ওমর ফারুকের ছোট ভাই মোশাররফ হোসেন রনি বলেন, ‘প্রথমত জানতাম আমার ভাই নিখোঁজ হয়েছে, কিন্তু গতকাল মঙ্গলবার রাত ৩টায় মুক্তিপণের দাবিতে একটা ফোনকল আসে। পরে তাদের আর কল আসেনি। আমাদের ধারণা, আমার ভাইকে অপহরণ করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের কারণে কনফার্ম ধারণা, আমার ভাইকে অপহরণ করা হয়েছে। থানায় বারবার শরণাপন্ন হলেও এটা-সেটা বুঝিয়ে আমাদের কার্যক্রমকে বিলম্বিত করে। আমি দ্রুত আমার ভাইয়ের খোঁজ চাই এবং যারা অপহরণ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
মানববন্ধনে ওমর ফারুকের মেয়ে ফারজানা বলে, ‘বাবা বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলাম মজা এনো। আমার বাবাকে ফিরিয়ে এনে দিন।’
ওমর ফারুকের স্ত্রী ফাহমিদা বলেন, ‘আমার দুটা বাচ্চা আছে। আপনারা আমার স্বামীর খোঁজ করে দিন।’
বিকাশ ডিস্ট্রিবিউটর এহতেশামুল হুদা মুনাব্বী বলেন, ‘ওমর ফারুক আমাদেরই কর্মী। অফিস থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে বের হয়। এর পর থেকে আমাদের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন। পুলিশও আমাদের কাছে তদন্তে এসেছিল। আমরা তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছি।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওমর ফারুক বিকাশে চাকরি করতেন। তিনি রেলস্টেশন এলাকা থেকে পৌনে ৫ লাখ ওঠান। এর পর থেকে ফারুকের ফোনটি বন্ধ পাওয়া যায়। অফিসেও যাননি। আমরা কাজ করছি। ওমর ফারুকের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত চলমান। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরগঞ্জে ওমর ফারুক নামের এক বিকাশকর্মীর সন্ধান পেতে মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী। তাঁর পরিবার বলছে, চার দিন ধরে নিখোঁজ ওমর ফারুক। জমিসংক্রান্ত বিরোধের জেরে ওমর ফারুক অপহৃত হয়েছেন বলে সন্দেহ করছে তারা।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা শহরের আখড়া ব্রিজসংলগ্ন চত্বরে মানববন্ধন করে ওমর ফারুকের পরিবার।
ওমর ফারুক যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে (৩১)। তিনি কিশোরগঞ্জ শহরে বিকাশ অফিসে কাজ করতেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাসা থেকে বের হয়ে ওমর ফারুক বিকাশ অফিসে যান। অফিসে কিছু সময় অবস্থান করে সাড়ে ১০টার দিকে বের হয়ে যান। পরে তিনি বেলা ৩টা ৫০ মিনিটে বাসায় ফিরে আসেন এবং বিকেল ৪টা ২০ মিনিটে আবার নিজের অফিসের কাজে বের হন। কিন্তু রাত সাড়ে ৮টায় তাঁর অফিস থেকে ফোন করে পরিবারকে জানানো হয় যে, তিনি অফিসে উপস্থিত হননি। এর পর থেকে আর ওমর ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মানববন্ধনে ওমর ফারুকের ছোট ভাই মোশাররফ হোসেন রনি বলেন, ‘প্রথমত জানতাম আমার ভাই নিখোঁজ হয়েছে, কিন্তু গতকাল মঙ্গলবার রাত ৩টায় মুক্তিপণের দাবিতে একটা ফোনকল আসে। পরে তাদের আর কল আসেনি। আমাদের ধারণা, আমার ভাইকে অপহরণ করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের কারণে কনফার্ম ধারণা, আমার ভাইকে অপহরণ করা হয়েছে। থানায় বারবার শরণাপন্ন হলেও এটা-সেটা বুঝিয়ে আমাদের কার্যক্রমকে বিলম্বিত করে। আমি দ্রুত আমার ভাইয়ের খোঁজ চাই এবং যারা অপহরণ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
মানববন্ধনে ওমর ফারুকের মেয়ে ফারজানা বলে, ‘বাবা বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলাম মজা এনো। আমার বাবাকে ফিরিয়ে এনে দিন।’
ওমর ফারুকের স্ত্রী ফাহমিদা বলেন, ‘আমার দুটা বাচ্চা আছে। আপনারা আমার স্বামীর খোঁজ করে দিন।’
বিকাশ ডিস্ট্রিবিউটর এহতেশামুল হুদা মুনাব্বী বলেন, ‘ওমর ফারুক আমাদেরই কর্মী। অফিস থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে বের হয়। এর পর থেকে আমাদের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন। পুলিশও আমাদের কাছে তদন্তে এসেছিল। আমরা তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছি।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওমর ফারুক বিকাশে চাকরি করতেন। তিনি রেলস্টেশন এলাকা থেকে পৌনে ৫ লাখ ওঠান। এর পর থেকে ফারুকের ফোনটি বন্ধ পাওয়া যায়। অফিসেও যাননি। আমরা কাজ করছি। ওমর ফারুকের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত চলমান। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনার উপকূলীয় এলাকা দাকোপ উপজেলার তিলডাঙা বটবুনিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১৫০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীতে বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে রয়েছে প্রায় কয়েক হাজার হেক্টর রোপা আমন ধানের খেত। ভেসে গেছে কয়েক লাখ টাকার...
৩২ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা করা হয়েছে। ‘স্বপ্নের ক্যাম্পাস গড়তে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানে জোটটি ৯টি ফোকাস পয়েন্ট ও ১২ মাসে ৩৩ দফা সংস্কারের রূপরেখা তুলে ধরেছে।
৩২ মিনিট আগেফরিদপুরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪৪) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এ ছাড়া অপর এক সহযোগীকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...
৩৫ মিনিট আগেঝালকাঠির নলছিটি উপজেলায় কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে সাপগুলো দেখতে পান স্বাস্থ্যকর্মীরা। সাপগুলো দেখে স্বাস্থ্যকর্মী ও ক্লিনিকের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে