Ajker Patrika

রাবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

রাবি প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ২১: ১৪
রাবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ২০ তলা একাডেমি ভবনে কাজ করার সময় সাগর (২২) নামের এক শ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। সাগর নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হন সাগর। এরপর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালে আছে। 

এ ঘটনায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী তুহিন জানান, একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত