Ajker Patrika

রাজশাহীতে ৮ দফা দাবিতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনে রেস্তোরাঁ ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনে রেস্তোরাঁ ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে আট দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন থেকে ভ্যাটের হার ৩ শতাংশ করা, স্ট্রিট ফুডসহ সব প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আনা, সম্পূরক শুল্ক এস ডি নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা, দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা, ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা, রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স না দেওয়া, রেস্তোরাঁ শিল্পের ওপর যে কোনো সিদ্ধান্ত আরোপের পূর্বে রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে আলাপ করা, রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় আনা এবং স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ ব্যবসা দুই বছরেরও বেশি সময় ধরে কঠিন সংকটে রয়েছে। মানুষজন হোটেল-রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে করের আওতা না বাড়িয়ে এবং কর ফাঁকি প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি হঠকারী সিদ্ধান্ত। রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখতে তাঁরা আট দফা দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহসভাপতি হাসিনুর রহমান টিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সহসাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত