Ajker Patrika

বগুড়ায় করোনায় আরও দুজনের মৃত্যু

প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় করোনায় আরও দুজনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। সুস্থ হয়েছেন ১৪ জন। আজ সোমবার দুপুর ১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। 

সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬ ও এন্টিজেন পরীক্ষায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২ জন করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৭৫ শতাংশ। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৫ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৫০, মোহাম্মদ আলী হাসপাতালে ৫০, টিএমএসএস হাসপাতালে ১৩ ও উপজেলা হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন। 

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত করে ৭৭৯ জন মারা গেছেন। এর মধ্যে বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬৭৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে এই মৃত্যুর তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত