Ajker Patrika

দুধ কিনে বাড়ি ফেরা হলো না নজরুলের 

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪: ৫৬
দুধ কিনে বাড়ি ফেরা হলো না নজরুলের 

নাটোরে বাসচাপায় নজরুল ইসলাম (৬৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নাটোর-বগুড়া মহাসড়কের হাগুরিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে। তিনি শহরের ভাটোদাড়া এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে দিঘাপতিয়া বাজার থেকে দুধ কিনে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে হাগুরিয়া কাশিয়াবড়ী ব্রিজ এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত