Ajker Patrika

রাজশাহীতে চোলাই মদসহ আটক ২ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে চোলাই মদসহ আটক ২ 

রাজশাহীতে ১১৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর সপুরা কাঠমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন নগরীর শিরোইল কলোনি এলাকার মো. আকাশ (২৫) ও টিকাপাড়া এলাকার নূর আলম (২৯)। আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। 

র‍্যাব জানায়, এর আগে গত বছরও দুই আসামি একসঙ্গে আটক হয়েছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চোলাই মদসহ আটকের ঘটনায় থানায় আরেকটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত