নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জামিনে মুক্তির পর আবার আটক হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। আজ বুধবার রাত ৮টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।
এর আগে সাবেক এমপি কালামের জামিনের খবর জানাজানি হলে বিকেল থেকেই কারাগারের সামনের সড়কে অবস্থান নেন ছাত্রদল-যুবদলসহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাঁদের হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেল দেখা গেছে।
এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জড়ো হওয়া নেতা-কর্মীরা। মো. রতন নামের এক যুবদল কর্মী বলেন, ‘এখনো রক্তের দাগ শুকায়নি, কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপিদের জামিন হয়ে যাচ্ছে। এই কালাম বাগমারার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। তার যদি কপাল ভালো হয়, তাহলে সে পুলিশের হেফাজতেই থাকবে। আর যদি কালামের কপাল খারাপ হয়, তাহলে সে বাইরে আসবে।’
তবে আগে থেকেই বাইরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। রাত ৮টার দিকে কারাগারের প্রধান ফটক থেকে বের হন কালাম। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের ফটকের কাছে আসেন। এ সময় বাইরে অপেক্ষমাণ ডিবি পুলিশের একটি জিপে তাঁকে ওঠানো হয়। এ সময় আবুল কালামকে উদ্বিগ্ন ও বিমর্ষ দেখা গেছে।
গাড়িতে ওঠানোর সময় প্রতিপক্ষের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এই সময় ডিবি পুলিশের এক সদস্য বলতে থাকেন, এটা পুলিশের গাড়ি। এরপরও তাঁরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে যান। দু-একজন ইটপাটকেলও ছোড়েন। গাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যরা নেতা-কর্মীদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়।
এ ব্যাপারে কথা বলতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার মো. আমান উল্লাহর মোবাইল ফোনে দফায় দফায় কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি।
তবে কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন ডেপুটি জেলার। তিনি জানান, বাগমারা থানার দুটি মামলায় কারাগারে বন্দী ছিলেন আবুল কালাম আজাদ। হাইকোর্টে তিনি দুটি মামলাতেই জামিন পেয়েছেন। বুধবার জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তাঁর মুক্তির প্রক্রিয়া শুরু হয়। তবে বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল।
ওই জেলার জানান, এমপি হওয়ার আগে আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদারকে অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা বিল পরিশোধ করার অভিযোগে ২১ জানুয়ারি কালামসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তবে এ মামলায় কালামকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানান তিনি।
ওই জেলার আরও জানান, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাগমারা থানায় দায়ের হওয়া দুটি মামলায় কারাগারে ছিলেন কালাম। এর বাইরে তাঁর নামে অন্য কোনো মামলা আছে কি না, তা তাঁদের জানা নেই। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাঁকে মুক্তি দেওয়া হয়।
রাজশাহী ডিবি পুলিশের পরিদর্শক আরিফ আলী বলেন, কারাগারের সামনে থেকে সাবেক এমপি আবুল কালাম আজাদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা জানতে চাইলে আরিফ আলী বলেন, এটা পরে জানানো হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন আবুল কালাম আজাদ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গত ২ অক্টোবর রাতে র্যাব-৪ ও র্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জামিনে মুক্তির পর আবার আটক হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। আজ বুধবার রাত ৮টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।
এর আগে সাবেক এমপি কালামের জামিনের খবর জানাজানি হলে বিকেল থেকেই কারাগারের সামনের সড়কে অবস্থান নেন ছাত্রদল-যুবদলসহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাঁদের হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেল দেখা গেছে।
এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জড়ো হওয়া নেতা-কর্মীরা। মো. রতন নামের এক যুবদল কর্মী বলেন, ‘এখনো রক্তের দাগ শুকায়নি, কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপিদের জামিন হয়ে যাচ্ছে। এই কালাম বাগমারার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। তার যদি কপাল ভালো হয়, তাহলে সে পুলিশের হেফাজতেই থাকবে। আর যদি কালামের কপাল খারাপ হয়, তাহলে সে বাইরে আসবে।’
তবে আগে থেকেই বাইরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। রাত ৮টার দিকে কারাগারের প্রধান ফটক থেকে বের হন কালাম। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের ফটকের কাছে আসেন। এ সময় বাইরে অপেক্ষমাণ ডিবি পুলিশের একটি জিপে তাঁকে ওঠানো হয়। এ সময় আবুল কালামকে উদ্বিগ্ন ও বিমর্ষ দেখা গেছে।
গাড়িতে ওঠানোর সময় প্রতিপক্ষের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এই সময় ডিবি পুলিশের এক সদস্য বলতে থাকেন, এটা পুলিশের গাড়ি। এরপরও তাঁরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে যান। দু-একজন ইটপাটকেলও ছোড়েন। গাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যরা নেতা-কর্মীদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়।
এ ব্যাপারে কথা বলতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার মো. আমান উল্লাহর মোবাইল ফোনে দফায় দফায় কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি।
তবে কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন ডেপুটি জেলার। তিনি জানান, বাগমারা থানার দুটি মামলায় কারাগারে বন্দী ছিলেন আবুল কালাম আজাদ। হাইকোর্টে তিনি দুটি মামলাতেই জামিন পেয়েছেন। বুধবার জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তাঁর মুক্তির প্রক্রিয়া শুরু হয়। তবে বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল।
ওই জেলার জানান, এমপি হওয়ার আগে আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদারকে অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা বিল পরিশোধ করার অভিযোগে ২১ জানুয়ারি কালামসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তবে এ মামলায় কালামকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানান তিনি।
ওই জেলার আরও জানান, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাগমারা থানায় দায়ের হওয়া দুটি মামলায় কারাগারে ছিলেন কালাম। এর বাইরে তাঁর নামে অন্য কোনো মামলা আছে কি না, তা তাঁদের জানা নেই। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাঁকে মুক্তি দেওয়া হয়।
রাজশাহী ডিবি পুলিশের পরিদর্শক আরিফ আলী বলেন, কারাগারের সামনে থেকে সাবেক এমপি আবুল কালাম আজাদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা জানতে চাইলে আরিফ আলী বলেন, এটা পরে জানানো হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন আবুল কালাম আজাদ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গত ২ অক্টোবর রাতে র্যাব-৪ ও র্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে