তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে কাশফুলের গাছ কাটতে গিয়ে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর ছোট ভাইকে বেঁধে রেখে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে মামলার দুদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ।
পুলিশ বলছে, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
গত শনিবার দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের শালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই এ ঘটনায় দুজনকে আসামি করে তানোর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে ভুক্তভোগী ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন—উপজেলার কলমা ইউনিয়নের শালবাড়ি এলাকার আলেক চানের ছেলে জনি (২২) ও আবুল কালামের ছেলে মোহাম্মদ আলী (২০)।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার স্কুল ছুটি থাকায় উপজেলার কলমা ইউনিয়নের জনৈক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাঁওতাল) ব্যক্তির পঞ্চম শ্রেণিপড়ুয়া মেয়ে ও তাঁর ১০ বছরের ছেলে একসঙ্গে বাড়ির অদূরে মাঠে উলুবন (কাশ) কাটতে যায়। ওই সময়ে পাশের জমিতে কাজ করতে থাকা জনি ও মোহাম্মদ আলী তাদের দেখতে পায়। পরে ভুক্তভোগীর ছোট ভাইকে জোর করে নিয়ে মাঠের এক কোণে বেঁধে রাখে মোহাম্মদ আলী। অন্যদিকে জনি ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পরিবার।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিরা পলাতক রয়েছে। তবে এ ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব সহকারে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
রাজশাহীর তানোরে কাশফুলের গাছ কাটতে গিয়ে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর ছোট ভাইকে বেঁধে রেখে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে মামলার দুদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ।
পুলিশ বলছে, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
গত শনিবার দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের শালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই এ ঘটনায় দুজনকে আসামি করে তানোর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে ভুক্তভোগী ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন—উপজেলার কলমা ইউনিয়নের শালবাড়ি এলাকার আলেক চানের ছেলে জনি (২২) ও আবুল কালামের ছেলে মোহাম্মদ আলী (২০)।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার স্কুল ছুটি থাকায় উপজেলার কলমা ইউনিয়নের জনৈক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাঁওতাল) ব্যক্তির পঞ্চম শ্রেণিপড়ুয়া মেয়ে ও তাঁর ১০ বছরের ছেলে একসঙ্গে বাড়ির অদূরে মাঠে উলুবন (কাশ) কাটতে যায়। ওই সময়ে পাশের জমিতে কাজ করতে থাকা জনি ও মোহাম্মদ আলী তাদের দেখতে পায়। পরে ভুক্তভোগীর ছোট ভাইকে জোর করে নিয়ে মাঠের এক কোণে বেঁধে রাখে মোহাম্মদ আলী। অন্যদিকে জনি ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পরিবার।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিরা পলাতক রয়েছে। তবে এ ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব সহকারে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে