Ajker Patrika

মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাঁচ স্কুলছাত্রীকে মারধর, থানায় অভিযোগ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ২০: ১৫
মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাঁচ স্কুলছাত্রীকে মারধর, থানায় অভিযোগ

রাজশাহীর মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলের পাঁচ ছাত্রীকে মারধর করা হয়েছে। এতে শিক্ষার্থীরা আহত হয়। তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্ত্যক্ত হওয়া শিক্ষার্থী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি ব্যাপারটি মীমাংসা করে দেন। কিন্তু সোমবার বাড়ি ফেরার পথে ওই ছাত্র সহপাঠীদের নিয়ে ছাত্রীকে চড়থাপ্পড় মারে। এ সময় অন্য ছাত্রীরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। 

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী স্কুলছাত্রী নিজে বাদী হয়ে ওই ছাত্রসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজ মঙ্গলবার সকালে তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে এ ঘটনায় স্কুলছাত্রী থানায় লিখিত অভিযোগ করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে। তবে এর মাঝে বহিরাগত কারও সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত