নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ‘আওয়ামী লীগ এমন কোনো অপরাধ বাকি রাখে নাই যা তারা এই বাংলার জমিনে করেনি। তারা ক্ষমতার অপব্যবহার করে এই বাংলার বুকের ওপর ১৬টা বছর এ দেশের মানুষকে ভারতীয় বাহিনী দ্বারা শাসন করেছে। রাজধানী ঢাকাকে তারা দিল্লিতে পরিণত করেছে। হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না।’
তিনি বলেন, ‘৭১ পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের পতনের পর তারা বিভিন্ন ছলে-বলে কৌশলে ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে এবং এ দেশের মানুষকে ভারতের গোলাম হিসেবে পরিণত করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। আমরা চাই না আওয়ামী লীগ দ্বিতীয়বার আবারও ফ্যাসিবাদ কায়েম করুক। এ দেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করার কেউ না, তা ঠিক করবে জুলাই অভ্যুত্থানে হাজারো নিহতের পরিবার। যারা হাসপাতালের বিছানায় আহত অবস্থায় শুয়ে আছে তারা ঠিক করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে কি করবে না।’
আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জুলাই থেকেই জানানো হচ্ছে। সর্বশেষে ফ্যাসিবাদী কাঠামোর অন্যতম অংশীদার আব্দুল হামিদ খানকে সেইভ এক্সিট দেওয়া হয়েছে। আমরা মনে করছি এর সঙ্গে উপদেষ্টারাও জড়িত আছেন। ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদদের সঙ্গে বেইমানি করলে তারা জাতীয় গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় বিশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ‘আওয়ামী লীগ এমন কোনো অপরাধ বাকি রাখে নাই যা তারা এই বাংলার জমিনে করেনি। তারা ক্ষমতার অপব্যবহার করে এই বাংলার বুকের ওপর ১৬টা বছর এ দেশের মানুষকে ভারতীয় বাহিনী দ্বারা শাসন করেছে। রাজধানী ঢাকাকে তারা দিল্লিতে পরিণত করেছে। হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না।’
তিনি বলেন, ‘৭১ পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের পতনের পর তারা বিভিন্ন ছলে-বলে কৌশলে ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে এবং এ দেশের মানুষকে ভারতের গোলাম হিসেবে পরিণত করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। আমরা চাই না আওয়ামী লীগ দ্বিতীয়বার আবারও ফ্যাসিবাদ কায়েম করুক। এ দেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করার কেউ না, তা ঠিক করবে জুলাই অভ্যুত্থানে হাজারো নিহতের পরিবার। যারা হাসপাতালের বিছানায় আহত অবস্থায় শুয়ে আছে তারা ঠিক করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে কি করবে না।’
আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জুলাই থেকেই জানানো হচ্ছে। সর্বশেষে ফ্যাসিবাদী কাঠামোর অন্যতম অংশীদার আব্দুল হামিদ খানকে সেইভ এক্সিট দেওয়া হয়েছে। আমরা মনে করছি এর সঙ্গে উপদেষ্টারাও জড়িত আছেন। ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদদের সঙ্গে বেইমানি করলে তারা জাতীয় গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় বিশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
৬ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১০ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
১৬ মিনিট আগেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন শান্তি মিছিলের নামে সহিংসতা, নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ১৫৪ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের
২৩ মিনিট আগে