Ajker Patrika

আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহত, রিমান্ডে ৫ জন

নাটোর প্রতিনিধি
আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহত, রিমান্ডে ৫ জন

নাটোর দায়রা জজ আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহতের ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দায়েরকৃত দুটি মামলার মধ্যে অস্ত্র আইনে করা একটি মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন।

মামলার বরাত দিয়ে নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক নাজনীন আক্তারী জানান, গত ১৪ মার্চ আদালত চত্বরে হাজিরা দিতে গেলে রাতুল ইসলাম (২৫) নামের এক যুবকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার মধ্যে একটি অস্ত্র মামলায় আজ সোমবার দুপুরে আদালতে অভিযুক্ত সজীব (৩২), সুমন (৩৫), ইমন (২৮), সবুজ (২৭), সোহাগকে (৩০) হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের পক্ষের আইনজীবী গ্রেপ্তার ব্যক্তিদের জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করেন আদালত। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ পূর্ব বিরোধের জের ধরে নাটোর আদালত চত্বরে রাতুল নামের এক যুবককে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ঘটনার দিনই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে নাটোর সদর থানার মাধ্যমে আদালতে গ্রেপ্তার ব্যক্তিদের হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত