Ajker Patrika

বাঘায় শয়নকক্ষে রশিতে ঝুলছিল গৃহবধূর মরদেহ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় নিজ বাড়ির শয়নকক্ষে রশিতে ঝুলন্ত অবস্থায় মর্জিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর শকুনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ মর্জিনা বেগম ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী ও মেজ ছেলে সোহান আলী ঢাকায় শ্রমিকের কাজ করেন। বড় ছেলে শাওন আলী বালুবাহী ট্রাকের শ্রমিক হিসেবে কাজে ছিলেন। রাতে ছোট ছেলে রোহান আলী বাড়িতে ঢুকে মায়ের কোনো সাড়া–শব্দ না পেয়ে শয়নকক্ষের ভেতরে গিয়ে গলায় রশিতে ফাঁস দেওয়া অবস্থায় দেখে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে রশিতে তার মায়ের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওই নারীর স্বামীর বড় ভাই রমিজ উদ্দিন জানান, তাঁরা গরিব মানুষ। স্বামীসহ তিন ছেলে শ্রমিকের কাজ করে সংসার চালান। তাঁর দাবি, পরিবারের মধ্যে তেমন কোনো গন্ডগোল-ফ্যাসাদ ছিল না, তবে তাঁর কিছুটা মানসিক সমস্যা ছিল। এই কারণে আত্মহত্যার পথ বেঁচে নিতে পারেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর একটি অপমৃত্যুর মামলা (ইউডি) মামলা করা হয়েছে। আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত