Ajker Patrika

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এক সরকারি কর্মকর্তার মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ৫১
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এক সরকারি কর্মকর্তার মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের ফজলীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোতালেব হোসেন (৫৫)। তিনি পাবনার সাথিয়া উপজেলার নাপিথামপুর গ্রামের আলহাজ আব্দুল জব্বারের ছেলে এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক কর্মকর্তা। 

বড়াইগ্রাম উপসহকারী প্রকৌশলী আরিফ হোসেন জানান, অফিস শেষ করে গুরুদাসপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ইলেকট্রিশিয়ান আনোয়ার হোসেনের (৪৫) মোটরসাইকেল নিয়ে নাটোরের বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি ফজলীতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মোতালেবের মৃত্যু হয়। 

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক টিআই কেরামত হোসেন বলেন, পলাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত