বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন।
সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারপক্ষীয় কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মতিন।
বগুড়া কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, বিচারক আদেশ দেওয়ার পর বেলা আড়াইটার দিকে সুরাইয়া জেরিন রনিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, আগে চলতি বছরের ২৮ মে (শুক্রবার) গাবতলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। পরদিন শনিবার গাবতলী থানায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সুরাইয়া। আজ বগুড়ার দায়রা জজ আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২৮ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
সুরাইয়ার ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরেই সংঘর্ষ বাধে। ওই দিন প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।
এদিকে, ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়াসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার। এই মামলায় জামিন নিতে গেলে সুরাইয়াকে আদালত কারাগারে পাঠান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বগুড়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন।
সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারপক্ষীয় কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মতিন।
বগুড়া কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, বিচারক আদেশ দেওয়ার পর বেলা আড়াইটার দিকে সুরাইয়া জেরিন রনিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, আগে চলতি বছরের ২৮ মে (শুক্রবার) গাবতলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। পরদিন শনিবার গাবতলী থানায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সুরাইয়া। আজ বগুড়ার দায়রা জজ আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২৮ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
সুরাইয়ার ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরেই সংঘর্ষ বাধে। ওই দিন প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।
এদিকে, ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়াসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার। এই মামলায় জামিন নিতে গেলে সুরাইয়াকে আদালত কারাগারে পাঠান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
২ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
২ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
২ ঘণ্টা আগে