Ajker Patrika

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় বিএনপির নেত্রী কারাগারে

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৭: ৫০
প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় বিএনপির নেত্রী কারাগারে

বগুড়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন।

সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারপক্ষীয় কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মতিন।

বগুড়া কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, বিচারক আদেশ দেওয়ার পর বেলা আড়াইটার দিকে সুরাইয়া জেরিন রনিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 

তিনি আরও জানান, আগে চলতি বছরের ২৮ মে (শুক্রবার) গাবতলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। পরদিন শনিবার গাবতলী থানায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সুরাইয়া। আজ বগুড়ার দায়রা জজ আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে।মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২৮ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। 

সুরাইয়ার ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরেই সংঘর্ষ বাধে। ওই দিন প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। 

এদিকে, ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়াসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার। এই মামলায় জামিন নিতে গেলে সুরাইয়াকে আদালত কারাগারে পাঠান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত